শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজকীয় খেলার বিশ্ব আসরের উদ্বোধন হলো রাজকীয়ভাবেই

আক্তারুজ্জামান : রাজকীয় খেলার উদ্বোধন রাজকীয়ভাবেই হলো! ক্রিকেটকে রাজকীয় খেলা বলা হয় অনেক আগ থেকেই। সেই খেলার বিশ্ব আসরের উদ্বোধনী পর্দা উঠলো রাণীর হাতের ছোঁয়ায়। ক্রিকেটের জন্মভূমিতে আয়োজিত হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ। কিন্তু আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে গতকাল। যে উদ্বোধনী অনুষ্ঠান আবার ভেঙেছে ঐতিহ্য। স্টেডিয়াম ছেড়ে নাচ-গানের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে রাস্তার ওপর! আশ্চর্য হবার কিছু নেই। এটা যে সে রাস্তা নয়। ব্রিটেনের রাণীর বাসভবনের সামনের বিখ্যাত রাস্তা ‘দ্য মলে’ আয়োজন করা হয়েছিল পর্দা উন্মোচন অনুষ্ঠান।

নতুন কিছু আয়োজনের দেখা মিলেছে এবারের আসরের অনুষ্ঠানে। অংশগ্রহণকারী প্রতিটা দেশ থেকে দুজন করে প্রতিনিধি ছিলেন সেখানে। যারা আবার ৬০ সেকেন্ডের একটি ক্রিকেটীয় চ্যালেঞ্জে অংশ নেন। বাংলাদেশ থেকে সেখানে উপস্থিত ছিলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। যদিও ক্রিকেট চ্যালেঞ্জে তারা ভালো করতে পারেননি। কিন্তু ভারতের চেয়ে এগিয়ে ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বড় চমক ছিল অংশগ্রহণকারী দেশগুলো অধিনায়কের সঙ্গে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সাক্ষাৎ। ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং রাণীর সঙ্গে দেখা করে সৌজন্য সাক্ষাৎ করেন মাশরাফি, কোহলি, সরফরাজ, মরগান, করুনারতেœ, উইলিয়ামসন, গুলবেদিন, হোল্ডার, ডু প্লেসিস ও ফিঞ্চ।

এর আগে খোলা আকাশের নীচে নেচে-গেয়ে উপস্থিত দর্শককে বিনোদন দেন ইংলিশ ব্যান্ড দল ‘লরেন ও রুডিমেন্টাল’। তারা যৌথভাবে বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ডবাই’ পরিবেশন করেন। সবশেষে ২০১৫ বিশ্বকাপের শিরোপাজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক ট্রফি নিয়ে মঞ্চে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়