শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজকীয় খেলার বিশ্ব আসরের উদ্বোধন হলো রাজকীয়ভাবেই

আক্তারুজ্জামান : রাজকীয় খেলার উদ্বোধন রাজকীয়ভাবেই হলো! ক্রিকেটকে রাজকীয় খেলা বলা হয় অনেক আগ থেকেই। সেই খেলার বিশ্ব আসরের উদ্বোধনী পর্দা উঠলো রাণীর হাতের ছোঁয়ায়। ক্রিকেটের জন্মভূমিতে আয়োজিত হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ। কিন্তু আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে গতকাল। যে উদ্বোধনী অনুষ্ঠান আবার ভেঙেছে ঐতিহ্য। স্টেডিয়াম ছেড়ে নাচ-গানের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে রাস্তার ওপর! আশ্চর্য হবার কিছু নেই। এটা যে সে রাস্তা নয়। ব্রিটেনের রাণীর বাসভবনের সামনের বিখ্যাত রাস্তা ‘দ্য মলে’ আয়োজন করা হয়েছিল পর্দা উন্মোচন অনুষ্ঠান।

নতুন কিছু আয়োজনের দেখা মিলেছে এবারের আসরের অনুষ্ঠানে। অংশগ্রহণকারী প্রতিটা দেশ থেকে দুজন করে প্রতিনিধি ছিলেন সেখানে। যারা আবার ৬০ সেকেন্ডের একটি ক্রিকেটীয় চ্যালেঞ্জে অংশ নেন। বাংলাদেশ থেকে সেখানে উপস্থিত ছিলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। যদিও ক্রিকেট চ্যালেঞ্জে তারা ভালো করতে পারেননি। কিন্তু ভারতের চেয়ে এগিয়ে ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বড় চমক ছিল অংশগ্রহণকারী দেশগুলো অধিনায়কের সঙ্গে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সাক্ষাৎ। ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং রাণীর সঙ্গে দেখা করে সৌজন্য সাক্ষাৎ করেন মাশরাফি, কোহলি, সরফরাজ, মরগান, করুনারতেœ, উইলিয়ামসন, গুলবেদিন, হোল্ডার, ডু প্লেসিস ও ফিঞ্চ।

এর আগে খোলা আকাশের নীচে নেচে-গেয়ে উপস্থিত দর্শককে বিনোদন দেন ইংলিশ ব্যান্ড দল ‘লরেন ও রুডিমেন্টাল’। তারা যৌথভাবে বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ডবাই’ পরিবেশন করেন। সবশেষে ২০১৫ বিশ্বকাপের শিরোপাজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক ট্রফি নিয়ে মঞ্চে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়