শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজকীয় খেলার বিশ্ব আসরের উদ্বোধন হলো রাজকীয়ভাবেই

আক্তারুজ্জামান : রাজকীয় খেলার উদ্বোধন রাজকীয়ভাবেই হলো! ক্রিকেটকে রাজকীয় খেলা বলা হয় অনেক আগ থেকেই। সেই খেলার বিশ্ব আসরের উদ্বোধনী পর্দা উঠলো রাণীর হাতের ছোঁয়ায়। ক্রিকেটের জন্মভূমিতে আয়োজিত হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ। কিন্তু আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে গতকাল। যে উদ্বোধনী অনুষ্ঠান আবার ভেঙেছে ঐতিহ্য। স্টেডিয়াম ছেড়ে নাচ-গানের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে রাস্তার ওপর! আশ্চর্য হবার কিছু নেই। এটা যে সে রাস্তা নয়। ব্রিটেনের রাণীর বাসভবনের সামনের বিখ্যাত রাস্তা ‘দ্য মলে’ আয়োজন করা হয়েছিল পর্দা উন্মোচন অনুষ্ঠান।

নতুন কিছু আয়োজনের দেখা মিলেছে এবারের আসরের অনুষ্ঠানে। অংশগ্রহণকারী প্রতিটা দেশ থেকে দুজন করে প্রতিনিধি ছিলেন সেখানে। যারা আবার ৬০ সেকেন্ডের একটি ক্রিকেটীয় চ্যালেঞ্জে অংশ নেন। বাংলাদেশ থেকে সেখানে উপস্থিত ছিলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। যদিও ক্রিকেট চ্যালেঞ্জে তারা ভালো করতে পারেননি। কিন্তু ভারতের চেয়ে এগিয়ে ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বড় চমক ছিল অংশগ্রহণকারী দেশগুলো অধিনায়কের সঙ্গে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সাক্ষাৎ। ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং রাণীর সঙ্গে দেখা করে সৌজন্য সাক্ষাৎ করেন মাশরাফি, কোহলি, সরফরাজ, মরগান, করুনারতেœ, উইলিয়ামসন, গুলবেদিন, হোল্ডার, ডু প্লেসিস ও ফিঞ্চ।

এর আগে খোলা আকাশের নীচে নেচে-গেয়ে উপস্থিত দর্শককে বিনোদন দেন ইংলিশ ব্যান্ড দল ‘লরেন ও রুডিমেন্টাল’। তারা যৌথভাবে বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ডবাই’ পরিবেশন করেন। সবশেষে ২০১৫ বিশ্বকাপের শিরোপাজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক ট্রফি নিয়ে মঞ্চে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়