শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৩:২২ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বিদ্যুৎ ও জ্বালানী খাতে বিনিয়োগ করবে কোরিয়ান হুন্দাই গ্রুপ

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয় পরিদর্শন করে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কোরিয়ান ভিত্তিক হুন্দাই গ্রুপ।

বুধবার গ্রুপটির ডেপুটি জেনারেল ম্যানেজার চ্যাং জিন লা এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বেজা কার্যালয় পরিদর্শন বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মহেশখালীতে এসপিসিএল, এস কে গ্যাস এবং মাতারবাড়িতে জাপানের বিনিয়োগ কার্যক্রম দেখে আমরাও এ অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানিখাতে বিনিয়োগের পরিকল্পনা করছি। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজি শিল্প নগরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিনিয়োগকারীদের আগমন তাদেরকে বাংলাদেশে বৃহৎ পরিকল্পনা গ্রহণে আগ্রহী করে তুলেছে বলে মন্তব্য করেন তারা।

চ্যাং জিন লা বেজাকে জানান, বাংলাদেশে শিল্প বিপ্লব গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে বেজার এ নিরলস প্রচেষ্টার সাথে তারা একাত্ম হতে চান এবং বাংলাদেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতিতে তারা ভূমিকা রাখতে চান। তিনি জানান, এ পরিকল্পনাকে কেন্দ্র করে তারা ইতোমধ্যে এ অঞ্চলসমূহে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছেন এবং কিছুদিনের মধ্যে আরো উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসবেন। এ বিষয়ে তারা বেজার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সব বিনিয়োগকারীকে বেজা সমান দৃষ্টিতে দেখে এবং বিনিয়োগ সফল হওয়া পর্যন্ত সকল সহযোগীতা বেজার পক্ষ থেকে অব্যাহত থাকবে। বেজা বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়