শিরোনাম
◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকবে বাংলাদেশ, বললেন সৌরভ

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯৫ রানের ব্যবধানে পরাজয় বরণ নিতে হয় বাংলাদেশকে। টসে হেরে ব্যাটিং করতে বিরাট কোহলির দল ৩৫৯ রান সংগ্রহ করে ব্যাট করতে নেমে ২৬৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি মাঠে বসেই দেখেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি এই ম্যাচে ধারাভাষ্য দিয়ে ছিলেন। তবে বাংলাদেশের এই হারে আমলে নিচ্ছেন না তিনি। তার বিশ্বাস, বিশ্বকাপের মূল পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ গুলোর জন্য প্রস্তুত থাকবে বাংলাদেশ দল।

বড় ম্যাচের আগে গা গরমের ম্যাচ দিয়ে নিজেদের কম্বিনেশনের পরীক্ষা করে নিয়েছে টাইগাররা। যে কারণে কিছুটা খেই হারিয়ে ফেলেছিল তারা। কিন্তু ঠিকই বিশ্বকাপের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রস্তুত থাকবে ভালো কিছু করে দেখানোর জন্য, সৌরভ।

ম্যাচ শেষে সৌরভ বলেন, ‘এটা প্রস্তুতি ম্যাচ ছিল, তারাও বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করেছে। বড় ম্যাচের জন্য নিজের প্রস্তুত করার জন্য এবং নিজেদের সামর্থ্য দেখানোর জন্য।’

বাংলাদেশ মূলত লেগ স্পিনের কাছেই হেরে গেছে। ভারতের ৭ উইকেটের মধ্যে স্পিনাররা তুলতে পারেন মাত্র একটি উইকেট। অন্যদিকে ভারতের স্পিনাররা নেন ৬ উইকেট। এইখানেই পিছিয়ে বাংলাদেশ মনে করেন এই কিংবদন্তি।

তার মতে, ‘বাংলাদেশ অনেক বেশি রান দিয়েছে সত্যি কথা বলতে গেলে। তাদের স্পিনারদের বিপক্ষে ভালো খেলেছে ধোনি, রাহুল এবং হার্দিক পান্ডিয়ারা। দুই দলের মধ্যে পার্থক্য হচ্ছে ভারতের স্পিনাররা উইকেট পেয়েছে তাদের স্পিনাররা পায়নি। তাদের বোলিং ইনিংসের সবচেয়ে বড় দিক ছিল নতুন উইকেট এবং নতুন বলের দারুণ সুবিধা নিয়েছে পেসাররা। প্রথমে তারা ভারতের চার উইকেট তুলে নিলেও পরবর্তীতে আর পারেনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়