স্পোর্টস ডেস্ক : এ মৌসুমে উড়ন্ত পারফর্মেন্সে ছিলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগায় কাতালানদের সামনে দাঁড়াতে পারেনি কেউই। কিন্তু শেষলগ্নে এসে খেয় হারিয়ে একের পর এক হারতে হলো বার্সাকে। চ্যাম্পিয়ন্স লিগের হারের পর কোপা দেল রে’র শিরোপা হাতছাড়া হলো ভালভার্দের শিষ্যদের। যার কারনে চাকরি হারানোর পর্যায়ে চলে গেছেন কোচ। তবে আপাতত চাকরি ছাড়তে হচ্ছে না তার।
কোপা দেল রে’র হারের পর থেকেই ভালভার্দের বার্সা অধ্যায়ের ইতি দেখেছিলেন অনেকেই। তবে, পরের মৌসুমের জন্যও এই কোচকে রেখে দিচ্ছে বার্সার টিম ম্যানেজমেন্ট। বার্সার পরিচালকরা ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউকে এমনটি জানিয়েও দিয়েছেন। কিন্তু ২০১৫-১৬ মৌসুমে উয়েফা লা লিগার বর্ষসেরা এই কোচকে রাখতে দলের অধিনায়ক মেসি নিজেই নাকি অনুরোধ জানিয়েছেন। দলের সিনিয়র খেলোয়াড়রা তাতে সায় দিলে ভালভার্দেকে রেখে দেওয়ার কথা জানায় বার্সা টিম ম্যানেজমেন্ট।
গত দুই মৌসুমেই বার্সাকে লিগের শিরোপা জিতিয়েছেন ভালভার্দে। এছাড়া, নিজের প্রথম মৌসুমে কাতালান ক্লাবটিকে পাইয়ে দিয়েছেন কোপা দেল রে’র শিরোপা। ২০১৭ সালে নিজের প্রথম মৌসুমে সুপারকোপা ডি এসপানায় রানার্সআপ হলেও পরের বছর ঠিকই বার্সাকে পাইয়ে দিয়েছেন এই শিরোপা। এই কোচের উপরই পরের মৌসুমে আস্থা রাখছে বার্সা।