সান্দ্রা নন্দিনী : যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ‘পরম মিত্রদেশ’ হিসেবে অভিহিত করা হয়েছে। দেশটির দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলে কাজ করবে বলেও জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একইসাথে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে ‘শক্তিশালী’ আলোচনার ইচ্ছা ব্যক্ত করেন। এনডিটিভি
মঙ্গলবার এক ক্যামেরা-বিহীন সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান অর্টাগাস সাংবাদিকদের জানান, ভারতের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনও সন্দেহ নেই।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র অবশ্যই নরেন্দ্র মোদীর সঙ্গে একসাথে মিলে কাজ করবে। দেশ দু’টি আগেও যেমনটি করে এসেছে। আমরা তাদের সাম্প্রতিক নির্বাচনের বস্তুনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতার বিষয়ে খুবই সন্তুষ্ট। আমি মনেকরি, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও দেশটির সঙ্গে সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করবেন। ভারত সবসময়ই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট অংশীদার এবং পরম মিত্রদেশ। ’