মহসীন কবির: রাজশাহীর পুঠিয়ায় রিফাত হোসেন নামে সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ বাবা মোহাম্মদ আলীকে আটক করেছে পুলিশ। খবর বাংলা নিউজ
২৮ মে সোমবার দিনগত রাত ১২টার দিকে জেলার পুঠিয়া উপজেলার সেনভাগে ঘটনাটি ঘটে। নিহত রিফাতের বাড়ি নাটোরের একডালা এলাকায়। পারিবারিক কলহের জের ধরে তাকে নেইল কাটার চাকু দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানা যায়।
পরিবারের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, মোহাম্মদ আলী সাত বছর আগে ধর্ম পরিবর্তন করে মুসলমান হন। গত সাত মাস আগে তিনি বুলবুলি খাতুন নামে এক নারীকে বিয়ে করেন। বুলবুলির প্রথম স্বামীর সন্তান রিফাত। প্রথম স্বামীকে তালাক দিয়ে মোহাম্মদ আলীকে বিয়ে করেছিলেন বুলবুলি।