শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামে চরমপন্থার সুযোগ নেই, উদারতাই ইসলামের আদর্শ

ডেস্ক রিপোর্ট  : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম; যে ধর্মে চরমপন্থা, সহিংসতা কিংবা সন্ত্রাসের কোনো স্থান নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুসলমানদের মধ্যমপন্থী জাতি হিসেবে অভিহিত করেছেন। ইসলামের মধ্যমপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। ইসলামের নাম ব্যবহার করে যারা হিংসা-বিদ্বেষ ছড়াতে চায় তাদের বিষয়ে মুসলিম উম্মাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার সৌ‌দি আর‌বের মক্কা মুসলিম ওয়ার্ল্ড লীগ আয়োজিত 'পবিত্র কোরআন ও সুন্নার আলোকে মধ্যমপন্থা ও উদারতার মূল্যবোধ' বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকালে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষ‌রিত এক সংব‌াদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

মক্কায় তিন দিনব্যাপী (২৭‌ থে‌কে ২৯ মে) এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৫১টি দেশের প্রতিনিধ অংশগ্রহণ করছেন। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের ধর্ম, ওয়াকফ ও হজবিষয়ক মন্ত্রী, গ্রান্ড মুফতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, লেখক ও গবেষক।

বাংলাদেশ থেকে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, শোলাকিয়া ঈদগাহ জামাতের খতিব আল্লামা ফরিদ উদ্দিন মাসউদসহ ইসলামি চিন্তাবিদ ও গবেষকগণ এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

ধর্ম প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম। তবে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা নিজ নিজ ধর্ম পালনে সমান অধিকার ভোগ করছে। মদিনার আদর্শ ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে সারা বিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। ইসলামের মধ্যমপন্থা ও উদারতার মূল্যবোধ বর্তমান বিশ্বের অত্যন্ত কাঙ্ক্ষিত বিষয়। বাংলাদেশ সরকার ইসলামের এই মধ্যমপন্থা ও উদারতার মূল্যবোধ প্রচার ও অনুসরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়