শিরোনাম
◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথশিশুদের নিয়ে ডিসি বিপ্লবের ইফতার পার্টি

ইসমাঈল ইমু : কেউ ওভারব্রীজে কেউ মাজারে আবার কারও রাত কাটে রাস্তার ফুটপাতেই। এমন পথশিশুদের নিয়ে ইফতারের অয়োজন করলেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার ইফতারে পরে শিশুদের মাঝে নতুন জামা, নতুন টাকা ও মেহেদী তুলে দেয়ায় ঈদের খুশিতে মাততে দেখা যায় শিশুদের। সকলের ঈদ মোবারক ধ্বনি ছিল প্রকৃত ঈদের মতই।

বিপ্লব কুমার সরকার বলেন, এসব পথশিশুরা সাধারণত পথে ঘাটেই ইফতার করে থাকে। এদের মধ্যে কেউ কেউ কায়িক শ্রমিকও। অনেক শিশু রয়েছে যারা লেগুনা বা টেম্পুর হেলপার হিসেবে কাজ করে থাকে। তাদের হতদরিদ্র বাবা মাও চায় টাকা ইনকাম করুক। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল’ এসব শিশুদের শিক্ষাদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। তাদের সহযোগিতায়ই এসব শিশুদের জন্য এ আযোজন। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তিনিও আনন্দিত।

ছায়াতলের পরিচালক বিএম সোহেল রানা বলেন, তারা এসব পথশিশুদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে প্রথমে ৬ মাস কাউন্সিলিং করেন। পরে তাদের হাতে বই তুলে দেয়া হয়। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেনি পর্যন্ত শিক্ষাদান করেন তারা। নির্ধারিত কোন স্কুল না থাকলেও তিনি পার্কের খোলা আকাশের নিচে চলে তাদের কার্যক্রম। ২০১৬ সালের মার্চে তাদের কার্যক্রম শুরু হয়। যাকাত অনুদানের টাকায় তাদের এ সংগঠনে ৩২ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়