শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথশিশুদের নিয়ে ডিসি বিপ্লবের ইফতার পার্টি

ইসমাঈল ইমু : কেউ ওভারব্রীজে কেউ মাজারে আবার কারও রাত কাটে রাস্তার ফুটপাতেই। এমন পথশিশুদের নিয়ে ইফতারের অয়োজন করলেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার ইফতারে পরে শিশুদের মাঝে নতুন জামা, নতুন টাকা ও মেহেদী তুলে দেয়ায় ঈদের খুশিতে মাততে দেখা যায় শিশুদের। সকলের ঈদ মোবারক ধ্বনি ছিল প্রকৃত ঈদের মতই।

বিপ্লব কুমার সরকার বলেন, এসব পথশিশুরা সাধারণত পথে ঘাটেই ইফতার করে থাকে। এদের মধ্যে কেউ কেউ কায়িক শ্রমিকও। অনেক শিশু রয়েছে যারা লেগুনা বা টেম্পুর হেলপার হিসেবে কাজ করে থাকে। তাদের হতদরিদ্র বাবা মাও চায় টাকা ইনকাম করুক। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল’ এসব শিশুদের শিক্ষাদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। তাদের সহযোগিতায়ই এসব শিশুদের জন্য এ আযোজন। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তিনিও আনন্দিত।

ছায়াতলের পরিচালক বিএম সোহেল রানা বলেন, তারা এসব পথশিশুদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে প্রথমে ৬ মাস কাউন্সিলিং করেন। পরে তাদের হাতে বই তুলে দেয়া হয়। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেনি পর্যন্ত শিক্ষাদান করেন তারা। নির্ধারিত কোন স্কুল না থাকলেও তিনি পার্কের খোলা আকাশের নিচে চলে তাদের কার্যক্রম। ২০১৬ সালের মার্চে তাদের কার্যক্রম শুরু হয়। যাকাত অনুদানের টাকায় তাদের এ সংগঠনে ৩২ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়