শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথশিশুদের নিয়ে ডিসি বিপ্লবের ইফতার পার্টি

ইসমাঈল ইমু : কেউ ওভারব্রীজে কেউ মাজারে আবার কারও রাত কাটে রাস্তার ফুটপাতেই। এমন পথশিশুদের নিয়ে ইফতারের অয়োজন করলেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার ইফতারে পরে শিশুদের মাঝে নতুন জামা, নতুন টাকা ও মেহেদী তুলে দেয়ায় ঈদের খুশিতে মাততে দেখা যায় শিশুদের। সকলের ঈদ মোবারক ধ্বনি ছিল প্রকৃত ঈদের মতই।

বিপ্লব কুমার সরকার বলেন, এসব পথশিশুরা সাধারণত পথে ঘাটেই ইফতার করে থাকে। এদের মধ্যে কেউ কেউ কায়িক শ্রমিকও। অনেক শিশু রয়েছে যারা লেগুনা বা টেম্পুর হেলপার হিসেবে কাজ করে থাকে। তাদের হতদরিদ্র বাবা মাও চায় টাকা ইনকাম করুক। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল’ এসব শিশুদের শিক্ষাদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। তাদের সহযোগিতায়ই এসব শিশুদের জন্য এ আযোজন। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তিনিও আনন্দিত।

ছায়াতলের পরিচালক বিএম সোহেল রানা বলেন, তারা এসব পথশিশুদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে প্রথমে ৬ মাস কাউন্সিলিং করেন। পরে তাদের হাতে বই তুলে দেয়া হয়। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেনি পর্যন্ত শিক্ষাদান করেন তারা। নির্ধারিত কোন স্কুল না থাকলেও তিনি পার্কের খোলা আকাশের নিচে চলে তাদের কার্যক্রম। ২০১৬ সালের মার্চে তাদের কার্যক্রম শুরু হয়। যাকাত অনুদানের টাকায় তাদের এ সংগঠনে ৩২ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়