শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথশিশুদের নিয়ে ডিসি বিপ্লবের ইফতার পার্টি

ইসমাঈল ইমু : কেউ ওভারব্রীজে কেউ মাজারে আবার কারও রাত কাটে রাস্তার ফুটপাতেই। এমন পথশিশুদের নিয়ে ইফতারের অয়োজন করলেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার ইফতারে পরে শিশুদের মাঝে নতুন জামা, নতুন টাকা ও মেহেদী তুলে দেয়ায় ঈদের খুশিতে মাততে দেখা যায় শিশুদের। সকলের ঈদ মোবারক ধ্বনি ছিল প্রকৃত ঈদের মতই।

বিপ্লব কুমার সরকার বলেন, এসব পথশিশুরা সাধারণত পথে ঘাটেই ইফতার করে থাকে। এদের মধ্যে কেউ কেউ কায়িক শ্রমিকও। অনেক শিশু রয়েছে যারা লেগুনা বা টেম্পুর হেলপার হিসেবে কাজ করে থাকে। তাদের হতদরিদ্র বাবা মাও চায় টাকা ইনকাম করুক। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল’ এসব শিশুদের শিক্ষাদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। তাদের সহযোগিতায়ই এসব শিশুদের জন্য এ আযোজন। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তিনিও আনন্দিত।

ছায়াতলের পরিচালক বিএম সোহেল রানা বলেন, তারা এসব পথশিশুদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে প্রথমে ৬ মাস কাউন্সিলিং করেন। পরে তাদের হাতে বই তুলে দেয়া হয়। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেনি পর্যন্ত শিক্ষাদান করেন তারা। নির্ধারিত কোন স্কুল না থাকলেও তিনি পার্কের খোলা আকাশের নিচে চলে তাদের কার্যক্রম। ২০১৬ সালের মার্চে তাদের কার্যক্রম শুরু হয়। যাকাত অনুদানের টাকায় তাদের এ সংগঠনে ৩২ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়