শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএসকাপ

স্বপ্না চক্রবর্তী : জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) সদর দফতরে সংস্থাটির নির্বাহী সম্পাদক আরমিডা সালসিয়া অ্যালিসজাবানার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈঠকে ইউএনএসকাপ’র পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের আশ্বাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিকল্পনামন্ত্রীর বরাত দিয়ে বলা হয়, বৈঠকে দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে ইউএনএসকাপের নির্বাহী সম্পাদক এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবেন। বৈঠকে এম এ মান্নান বলেন, কেউ আসুক বা না আসুক আমরা আমাদের কাজ করে যাব। অনেক বৃহৎ প্রকল্প আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। আমাদের উন্নয়নে কেউ যদি অংশগ্রহণ করতে চায় তাকে স্বাগতম, না আসলে আমরা আমাদের কাজ করে যাব। ইউএনএসকাপের নির্বাহী সম্পাদকের সঙ্গে বৈঠকে মন্ত্রী আরও বলেন, আমরা দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাবার পানি ব্যবস্থা ইত্যাদি মৌলিক বিষয়ের জন্য কাজ করে যাচ্ছি। কেউ আমাদের সাঙ্গে না আসলেও আমাদের জনগণের জীবনমান উন্নয়নে এ কাজগুলো আমরা করে যাব।

এর আগে পরিকল্পনামন্ত্রীকে তার দফতরে স্বাগত জানান ইউএনএসকাপের নির্বাহী সম্পাদক। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশের যে কোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলে জানান।
ঠৈকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক কার্যালয়ের অতিরিক্ত সচিব ড. মোকাম্মেল হোসেন, ইআরডির যুগ্মসচিব আব্দুল বাকী, ব্যাংককে নিযুক্ত ইকোনমিক কাউন্সিলর কবির আহমেদ, ইআরডির যুগ্মপ্রধান ফরিদ আজিজ, ইআরডির যুগ্মসচিব মো. আনোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়