শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৬:২২ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছরেও প্রকাশ হয়নি ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফল

মুসবা তিন্নি: বিসিএস পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগে দীর্ঘসূত্রতা নিয়ে আক্ষেপ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দুই বছর পার হতে চললেও লিখিত পরীক্ষারই ফল প্রকাশ হয়নি। এরইমধ্যে চলছে ৪১তম বিসিএসে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড়। পিএসসি জানিয়েছে, আগস্টে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। নিয়োগ হবে ২ হাজারের বেশি ক্যাডার পদে। ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন পিএসসি চেয়ারম্যান।

৩৮তম বিসিএসে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০১৭ সালের জুনে। ওই বছর ডিসেম্বরে হয় প্রিলিমিনারি পরীক্ষা। গত বছরের আগস্টে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মাস পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি ফল। পিএসসি বলছে, প্রতি বছর একটি করে বিসিএসের সার্কুলার এবং ফল প্রকাশ করে তারা। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ প্রিলিমিনারি থেকে চুড়ান্ত ফলাফল পর্যন্ত দীর্ঘসূত্রতার মধ্য দিয়ে যেতে হয়। তাই সময় জটিলতা কমানোর দাবি তাদের। সরকারি কর্ম কমিশন- পিএসসি জানিয়েছে, জুনেই ৩৮তম বিসিএসের লিখিত ফল ঘোষণা হবে। আর ৪১তম বিসিএসের পদ খালির চাহিদাও এসেছে।

তাছাড়া ৩৬ এবং ৩৭তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়াও চলছে। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে জুলাইয়ে। পিএসসি'র চেয়ারম্যান মুহাম্মদ সাদিক বলেন, আমরা একসাথে অনেকগুলো বিসিএস নিয়ে কাজ করছি। সব জয়াগা থেকে নিজেরাই উদ্যোগী হয়ে চাহিদাপত্র আনছি। দীর্ঘসূত্রতা কমাতে পিএসসির জনবল ও সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উপাচার্য। পিএসসি বলছে, বিসিএসের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতেই এতোটা সময় ব্যয় হয়। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়