মুসবা তিন্নি: সিকিমের নয়া মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের চেয়ারে বসেই নয়া ঘোষণা৷ আর তাতেই খুশি সরকারি কর্মচারীরা৷ কলকাতা ২৪
ছ’দিন নয়, এবার থেকে পাঁচদিন অফিসে আসতে হবে সরকারি কর্মীদের৷ ঘোষণার মধ্যে চমকের কিছু নেই৷ কারণ নির্বাচনী ইস্তেহারে তামাংয়ের দল সিকিম ক্রান্তিকারি মোর্চার প্রতিশ্রুতিই ছিল ক্ষমতায় এলে সরকারি কর্মচারিদের দুইদিন ছুটি দেওয়া হবে৷ নয়া মুখ্যমন্ত্রী জানান, অতিরিক্ত ছুটির দিনে নিজের ও পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে পারবেন৷ পরিবারের সঙ্গে অতিরিক্ত সময় কাটিয়ে মন ভালো রাখতে পারবেন৷
সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরও একটি ঘোষণা তবে এটি দলের মন্ত্রী ও এমএলএর জন্য৷ জানান, তাঁর দলের মন্ত্রী ও এমএলএরা ফরচুনার এসইউভি’র বদলে স্করপিও গাড়ি চড়বেন৷ তিনি নিজেও সেই গাড়ি ব্যবহার করবেন৷ ২৪ বছরের পবন চামলিংয়ের সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে সিকিম ক্রান্তিকারি মোর্চা৷ সোমবার রাজ্যের ষষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৫১ বছর বয়সী প্রেম সিং তামাং৷ তিনি ছাড়াও ১১ জন মন্ত্রী রাজ্যপালের কাছে শপথ নেন৷ সম্পাদনা : কায়কোবাদ মিলন