শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া: মালয়েশিয়া জুড়ে অভিবাসন বিভাগের অভিযানে আটক পাকিস্তানের নাগরিকদের সরকারি খরচে দেশে নিয়ে যাচ্ছে ইমরান খানের সরকার। একটি স্পেশাল ফ্লাইট রেডি করা হয়েছে ৩০০ ও বেশি পাকিস্তানিদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পাদন হয়েছে বলে জানান অভিবাসন বিভাগ। সব কিছু ঠিক থাকলে বুধবার (২৯ মে) তাদেরকে দেশে পাঠানো হবে।
মালয়েশিয়ার একটি টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পাকিস্তান সরকারের তত্ত্বাবধানে একটি স্পেশাল ফ্লাইট পরিচালনা করা হবে, শুধুমাত্র মালয়েশিয়ায় আটক পাকিস্তানি দের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য। এই জন্য ইতিমধ্যেই মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশন বিভাগের হাতে আটক হওয়া তিনশ'রও বেশি পাকিস্তানিদের অভিবাসন বিভাগের সব কর্মকাণ্ড ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এব্যাপারে মালয়েশিয়ায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনার জানান, ঈদ মানে আনন্দ, আর সেই ঈদেকে পরিবারের সঙ্গে কাটানোর আনন্দোই আলাদা। পাকিস্তানের সরকার চায় তার দেশের নাগরিকরা যেন নিজের দেশে ঈদ উদযাপন করতে পারে। তাই আমারা মালয়েশিয়ায় আটক নাগরিকদের নিজ খরচে দেশে নিয়ে যাচ্ছি।
এদিকে ঐ সংবাদটি মালয়েশিয়ার বিভিন্ন সৌশাল মিডিয়ায় প্রচার হলে বাংলাদেশিরা বিভিন্ন মতামত জানাতে থাকে। অনেকেই বলেন, আমাদের ভাগ্য কি এমন সুযোগ আসবে না।
মালয়েশিয়ার জেলে আটককৃতদের একটি টিকিটের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘদিন। একটি মাত্র টিকিট হলে দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ পেতাম।