শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ম্যাকগ্রাকে টপকানোর কেউ নেই

এল আর বাদল : বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের মালিককে স্পর্শ করার ধারে কাছেও নেই কোনো বোলার। আগামী পাঁচ আসরেও হবে বলে মনে হয় না, অথচ প্রতিবারই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদের মধ্যে আলোচনার ঝড় বয়ে যায়। এবারও ব্যতিক্রম নয়। বিশ্বকাপ ঘিরে বাইশ গজের ব্যাট-বলের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র।

এবার হয়তো অনেক বোলার বিখ্যাত হয়ে উঠবেন, তাদের নিয়ে লেখাও হবে বিস্তর। কিন্তু বিশ্বকাপের গত ১১ আসরে এমন কিছু রেকর্ড আছে যা ভাঙা প্রায় অসম্ভব। যার মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের মালিক গøান ম্যাকগ্রার রেকর্ড।

তার পাওয়া ৭১ উইকেটের রেকর্ড ভাঙা অসম্ভব বললেই চলে। সর্বকালের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম হিসেবে মনে করা হয় ম্যাকগ্রাকে। তার লাইন, লেন্থ ও উইকেট নেওয়ার ধারাবাহিকতাই তাকে অস্ট্রেলিয়ার সেরা বোলারে পরিণত করেছে।

অস্ট্রেলিয়ার হয়ে চার বিশ্বকাপে ৩৯টি ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি পেসার। ৪ বিশ্বকাপে তিনি নিয়েছেন ৭১টি উইকেট। তার কাছকাছি আছেন আরেক কিংবদন্তি শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। তার উইকেট সংখ্যা ৬৮। তবে বর্তমানে খেলা কোনো বোলারের ম্যাকগ্রাকে টপকানের সুযোগ নেই, কেননা উইকেট শিকারে তার কাছাকাছি নেই কোনাে বোলারই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়