সুজন কৈরী : রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া সেন্টার সূত্র জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২২ গ্রাম ৮৭০ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩০৪ গ্রাম ১শ’ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও ৬টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪২টি মামলা হয়েছে।