শিরোনাম
◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের ৩ আইএস সদস্যকে মৃত্যুদণ্ড দিলো ইরাক

সুস্মিতা সিকদার : শনিবার ইরাকের আদালত ওই ৩ আইএস সদস্যকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। অভিযুক্ত তিনজনের নাম: কেভিন গনোট (৩২), লিওনার্দ লোপেজ (৩২) ও সালিম মাচৌ (৪১)। সিরিয়া থেকে মার্কিন সমর্থিত বাহিনী ১২ ফ্রান্স আইএস জঙ্গিকে আটক করে। গত ফেব্রুয়ারীতে তাদের ইরাকে পাঠানো হয় এবং বিচারের সম্মুখীন করা হয়। বিবিসি

মানবাধিকার সংগঠনগুলো ইরাক আদালতের এই রায়ের তীব্র সমালোচনা করেছে। তারা বলেছেন, কয়েদিদের পারিপার্শ্বিক প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে এই রায় দেয়া হয়েছে।

ফ্রান্সও এই রায়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তবে, গত ফেব্রুয়ারিতে আটক জঙ্গিদের বিচারের মুখোমুখি করা হলে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, এটা ইরাকের সার্বভৌম বিষয়।

আইএস সদস্যদের পক্ষের আইনজীবী নাবিল বোদি গণমাধ্যমকে বলেন, এটি একটি ‘সংক্ষিপ্ত বিচার’। কয়েদিদের শুধুমাত্র কয়েকবার জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করেই এই রায় দেয়া হয়েছে।

সিরিয়া ও ইরাক যুদ্ধে অংশ নেয় বেশ কয়েকটি দেশের ৪১ হাজারেরও বেশি মানুষ । তাদের মধ্যে এক-চতুর্থাংশ নারী ও শিশু। প্রায় ৬ হাজার মানুষ এসেছে পশ্চিম ইউরোপ থেকে। যুক্তরাজ্য থেকে আইএস’এ অংশগ্রহণ করেছে ৮৫০ জন যার মধ্যে ১৪৫ জন নারী ও ৫০ জন শিশু।

বেশিরভাগ আইএস সদস্যই হত্যা এবং দখলে বিশ্বাসী। এ পর্যন্ত কতজন বিদেশী জঙ্গি মারা গেছে তা এখনও স্পষ্ট নয়। তবে, গবেষণায় জানা গেছে, ৭০০০ আইএস জঙ্গি তাদের নিজ দেশে ফিরে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়