শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের ৩ আইএস সদস্যকে মৃত্যুদণ্ড দিলো ইরাক

সুস্মিতা সিকদার : শনিবার ইরাকের আদালত ওই ৩ আইএস সদস্যকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। অভিযুক্ত তিনজনের নাম: কেভিন গনোট (৩২), লিওনার্দ লোপেজ (৩২) ও সালিম মাচৌ (৪১)। সিরিয়া থেকে মার্কিন সমর্থিত বাহিনী ১২ ফ্রান্স আইএস জঙ্গিকে আটক করে। গত ফেব্রুয়ারীতে তাদের ইরাকে পাঠানো হয় এবং বিচারের সম্মুখীন করা হয়। বিবিসি

মানবাধিকার সংগঠনগুলো ইরাক আদালতের এই রায়ের তীব্র সমালোচনা করেছে। তারা বলেছেন, কয়েদিদের পারিপার্শ্বিক প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে এই রায় দেয়া হয়েছে।

ফ্রান্সও এই রায়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তবে, গত ফেব্রুয়ারিতে আটক জঙ্গিদের বিচারের মুখোমুখি করা হলে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, এটা ইরাকের সার্বভৌম বিষয়।

আইএস সদস্যদের পক্ষের আইনজীবী নাবিল বোদি গণমাধ্যমকে বলেন, এটি একটি ‘সংক্ষিপ্ত বিচার’। কয়েদিদের শুধুমাত্র কয়েকবার জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করেই এই রায় দেয়া হয়েছে।

সিরিয়া ও ইরাক যুদ্ধে অংশ নেয় বেশ কয়েকটি দেশের ৪১ হাজারেরও বেশি মানুষ । তাদের মধ্যে এক-চতুর্থাংশ নারী ও শিশু। প্রায় ৬ হাজার মানুষ এসেছে পশ্চিম ইউরোপ থেকে। যুক্তরাজ্য থেকে আইএস’এ অংশগ্রহণ করেছে ৮৫০ জন যার মধ্যে ১৪৫ জন নারী ও ৫০ জন শিশু।

বেশিরভাগ আইএস সদস্যই হত্যা এবং দখলে বিশ্বাসী। এ পর্যন্ত কতজন বিদেশী জঙ্গি মারা গেছে তা এখনও স্পষ্ট নয়। তবে, গবেষণায় জানা গেছে, ৭০০০ আইএস জঙ্গি তাদের নিজ দেশে ফিরে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়