ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রাম থেকে শনিবার ভোর রাতে থেকে ১টি ওয়ান শুট্যারগান ও ১ রাউন্ড কার্তুজ সহ আক্কাস শেখ (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আক্কাস শেখ পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের আজিজ শেখের শেখের ছেলে।
পাংশা থানার ওসি মো. আলী আহসান জানান, ভোর সাড়ে ৪টার দিকে থানায় সংবাদ আসে গ্রেফতারকৃত আক্কাস অস্ত্র নিয়ে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশ আক্কাসের বাড়ির কিছু দূর থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১টি গ্রেফতারি পরোয়ানা সহ ডাকাতি ও হত্যা সহ ৩টি মামলা রয়েছে।
গ্রেফতাররকৃত আক্কাসকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।