শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে লক্কড়-ঝক্কড় বাস

মুসবা তিন্নি : ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে লক্কড়-ঝক্কড় বাস মেরামতের কাজ। গাড়ির ফিটনেস না থাকলেও বডি মেরামত আর রং করে নতুন গাড়ি হিসেবে নামানো হবে ঈদযাত্রায়। আরটিভি অনলাইন

তবে এবার এ ধরনের গাড়ি নিয়ে কেউ নির্বিঘেœ সড়কে চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ। রাজধানীতে বাস করা মানুষের বেশিরভাগেরই শেকড় গ্রামে। তাই ঈদে বাড়ি গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নগরীর অস্থায়ী বাসিন্দারা। ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ নেয়ার ক্ষমতা নেই নিয়মিত পরিবহনগুলোর। তাই বেশি মুনাফার জন্য বিকল্প যানের ব্যবস্থা করেন পরিবহন মালিকরা। সঙ্গে যোগ হয় মৌসুমি ব্যবসায়ী। রাজধানীর আশপাশের প্রতিটি গ্যারাজে সমানতালে চলছে পুরনো গাড়ি মেরামতের কাজ। দিন-রাত এক করে মিস্ত্রিরা সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে কাজ করছেন বিরামহীন। ঈদের আগে এমন হাড়ভাঙ্গা খাটুনির মজুরিও বেশি। প্রচ- গরমে তাই কষ্ট হলেও বেশি আয়ের জন্য তা মেনে নিচ্ছেন। প্রায় সব গ্যারাজেই চলছে জোড়াতালি দিয়ে ফিটনেসবিহীন ভাঙ্গাচোরা গাড়ি মেরামতের কাজ। কোনটির ইঞ্জিনে সমস্যা, কোনটির ব্রেকে। যদিও পুরনো সব গাড়িতেই কিছু সমস্যা থাকে বলে জানালেন গ্যারাজ মালিকরা।

এদিকে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম (পিপিএম) বলছেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামলে ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, হাইওয়ে পুলিশের কঠোর অবস্থানই সড়কে নৈরাজ্য ঠেকাতে পারে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়