শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ইফতার মাহফিলে ডাকসু ভিপি নুরকে ছাত্রলীগের মারধর

সারোয়ার জাহান ও আরএইচ রফিক : বগুড়া শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা হামলা জড়িত ছিলেন।-যমুনা টেলিভিশন

রোববারের এ ঘটনায় যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার শাহনেওয়াজ শাওনও হামলার শিকার হয়েছেন।

সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়ায় সরকার দলীর উশৃঙ্খল কর্মীদের প্রকাশ্যে হামলা রক্তাক্ত হন ডাকসুর ভিপি নুরুল হক নুর সহ বেশ কয়েকজন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে রবিরার (২৬ মে) বিকালে শহরের প্রাণ কেন্দ্রের উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তন পৌর পার্কের ক্যাম্পাসে। আহতরা হলেন, ডাকসুর ভিপি নুরুল হক নুর, রাজু সরদার, আপনসহ বেশ কয়েকজন।

জানা গেছে, রবিবার বিকালে শহরের শহরের প্রাণকেন্দ্রের উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন নামের একটি ছাত্র সংগঠনের আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে ডাকসুর ভিপি নুরুল হক নুর সহ বেশ কয়েকজন সেখানে আসেন।

এদিকে একই সময়ে পার্শ্ববর্তী টিটু মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের বাৎসরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই সরকার দলীয় উশৃঙ্খল কর্মীরা সেখানে প্রকাশ্যে হামলা চালায়। এসময় তারা সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে উপস্থিত নেতা কর্মী ও ছাত্রদের উপর হামলা চালিয়ে বেধড়ক ভাবে মারপিট শুরু করে।

সরকার দলীয় উশৃঙ্খল কর্মীদের হামলায় সেখানে তীব্র ভীতি ছড়িয়ে পরে। ইফতার অনুষ্ঠানে আগতরা এ সময় জীবন রক্ষায় ছোটাছুটি শুরু করেন। হামলাকারীদের বেধড়ক মারপিটে ডাকসুর ভিপি নুরুল হক নুর এর মাথা ফেটে যায়। তাকে সহ আহত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে নেয়া হয়। পরেনিরাপত্তা-জনিত কারণে তাদের ঢাকায় প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে ।

এদিকে ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে আসা ডাকসুর ভিপি নুরুল হক নুর সহ তার কয়েকজন সঙ্গীর উপর এই প্রকাশ্যে হামলার ঘটনা ছড়িয়ে পড়লে সর্বত্র অসন্তোষ ছড়িয়ে পড়ে ।

এব্যপারে ঘটনার পর পর বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) এসএম বদিউজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার কারণ তিনি জানেন না । তবে তিনি বলেন, আহতদের আবস্থা গুরুত্বর নয় ।

এর আগে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় নুরের ইফতার মাহফিলে বাধা দিয়েছিল ছাত্রলীগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়