ফাতেমা ইসলাম : প্রতিমণ ধানের দাম এক হাজার ২০০ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাব অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ এদিন তুলে ধরা হয়। বাংলা ট্রিবিউন
আবুল বারকাত বলেন, উৎপাদন খরচের সঙ্গে শ্রমের মূল্য যোগ করে এবার ধানের দাম হওয়া উচিত ১ হাজার ২০০ টাকা। তিনি উল্লেখ করেন, আমরা মনে করি কৃষককে তার উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য বাজারমূল্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য জরুরিভাবে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। সরকারিভাবে সংগ্রহের ক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকারিভাবে সংগ্রহের ক্রয়মূল্য শুধু উৎপাদন খরচের তুলনায় কমপক্ষে ২০ শতাংশ বাড়ালেই হবে না। নিশ্চিত করতে হবে, প্রকৃত কৃষকই যেন ঝামেলা ছাড়াই ওই বাজারমূল্য পান।