শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুলের অলরাউন্ডার নৈপুণ্যে জয় পেলো ব্ল্যাকনিথ ক্রিকেট ক্লাব

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ডিপিএল শেষ করেই ইংল্যান্ডের কেন্ট লিগ খেলতে যান তিনি। সেই দেশে ব্যাট এবং বল হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছেন আশরাফুল। প্রিমিয়ার ডিভিশন কেন্ট লিগের ম্যাচে সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ৩৪ বলে ১টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ৪৭ রানের ইনিংস খেলেছেন ব্ল্যাকনিথ ক্রিকেট ক্লাবের আশরাফুল।

এরপর বোলিং করতে নেমে ১০ ওভারে ২ মেইডেন সহ মাত্র ৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন আশরাফুল। তার এই অলরাউন্ড পারফর্মেন্সের সুবাদে ব্ল্যাকনিথ ক্রিকেট ক্লাব জয় পেয়েছে ১১২ রানের।

কেন্ট ক্রিকেট লিগের এই ম্যাচে শুরুতে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্ল্যাকনিথ ক্রিকেট ক্লাবের অধিনায়ক ক্রিস উইলেটস। পরবর্তীতে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি পেয়েছিল দলটি।

দলটির পক্ষে আশরাফুল ছাড়াও সামর্থ্যের জানান দিয়েছেন ওপেনার দিপায়ন পল এবং ডানহাতি ব্যাটসম্যান তানভির সিকান্দার। দিপায়ন খেলেছেন সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান এসেছে সিকান্দারের ব্যাট থেকে। আরেক ওপেনার জর্জ ওয়েলস করেছেন ৪২ রান। সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাবের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন এন্ড্রিউ রেইড ডিক এবং জন বউডেন।

২৭২ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আশরাফুলের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায় সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাব।

তারা খেলতে পেরেছিল ৪১.৪ ওভার। আশরাফুল ছাড়াও জাহিদ আহমেদ এবং তানভির সিকান্দার ভালো বোলিং করেছেন। তারা উভয়ই শিকার করেছেন ২টি করে উইকেট। সেভেনোকস ভাইনের পক্ষে ব্যাট হাতে অধিনায়ক মাইকেল বারবার এবং ডানহাতি ব্যাটসম্যান লুক স্ক্লেমার ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। বারবার ৬২ এবং স্ক্লেমার ৪৪ রানের ইনিংস খেলেছেন। আর ওপেনার জন বউডেনের ব্যাট থেকে এসেছে ১৭ রানের ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়