শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিসিবির সিদ্ধান্ত পরিবর্তন, ভারতের বিপক্ষে ম্যাচের পর নিতে পারবেন স্ত্রী-সন্তান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে টানা ম্যাচ হারার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপে ক্রিকেটররা তাদের স্ত্রী-সন্তানদের সঙ্গে পাবে না। তবে সিদ্ধান্ত পরিবর্তন করেছে পিসিবি। দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ম্যাচের পর স্ত্রী-সন্তানদের নিতে পারবেন ক্রিকেটাররা। পিসিবির বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে দেশটির শীর্ষ স্থানীয় দৈনিক ডন।

আগামী ১৬ই জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। সেই গুরুত্বপূর্ণ ম্যাচটির পর পরিবারকে নিয়ে আসতে পারবেন ক্রিকেটাররা। এর আগে বিশ্বকাপে পরিবার নেয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছিল পিসিবি। বিশেষ বিবেচনায় অনুমতি দেয়া হয়েছিল হারিস সোহেল এবং আসিফ আলিকে।

স¤প্রতি নিজের দুই বছরের কন্যা সন্তান হারিয়েছেন আসিফ আলি বিধায় তাকে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ দিয়েছে পিসিবি। অপরদিকে হারিসের ব্যাপারটিও ছিল একই। পারিবারিক সমস্যার কারণে তার প্রতি শিথিল হয়েছিল ক্রিকেট বোর্ড।

তবে একদিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ফেলল পিসিবি। পুরো বিশ্বকাপের আসর নয়, ভারতের বিপক্ষে ১৬ জুনের ম্যাচের পর পরিবারকে সাথে রাখতে পারবেন পাক ক্রিকেটাররা।

এর আগে বিশ্বকাপে পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের ক্রিকেটে মনোযোগী ব্যাঘাত ঘটাতে পারে সেই কারণে স্ত্রী-সন্তান আনতে নিষেধ করেছিলো পিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়