শিরোনাম
◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা  ◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট ◈ কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে, প্রশ্ন ওবায়দুল কাদেরের (ভিডিও) ◈ ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি ◈ তাপপ্রবাহ কমে বৃষ্টি ও ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আইলা’র এক দশক, আজও ঘুরে দাঁড়াতে পারেননি ক্ষতিগ্রস্তরা

এম জহিরুল ইসলাম : ২০০৯ সালের ২৫ মে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘আইলা’। ব্যাপক ক্ষতি হয় বাঁধ, বসতবাড়ি, ফসলি জমি ও অভ্যন্তরীণ রাস্তাঘাট। খুলনার দাকোপ ও কয়রা উপজেলার চার ইউনিয়নের বাসিন্দারা বলছেন, আইলাপরবর্তী কৃষিতে যে ক্ষতি হয়েছিল সে অবস্থা থেকে আজও ঘুরে দাঁড়াতে পারেননি তারা। ঘূর্ণিঝড় আইলা পরবর্তী পার হয়েছে এক দশক। কিন্তু এর ক্ষতির চিহ্ন এখনও রয়ে গেছে খুলনার উপকূলীয় উপজেলা দাকোপ ও কয়রার পরিবেশ ও প্রতিবেশের ওপর। সময় টিভি

নাগরিক নেতা অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, সারা বাংলাদেশের জন্য প্যাকেজ না নিয়ে আমরা যদি এই দক্ষিণাঞ্চলের আইলা বিধ্বস্ত এলাকার জন্য বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করি তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে, ওই অঞ্চলের মানুষ ঘুরে দাঁড়িয়েছে।

অন্যদিকে জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, গত দশ বছরে খুলনা উপকূলের মানুষের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও প্রণোদনা মূলক কার্যক্রম চলমান আছে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. ইকবাল হোসেন বলেন, কৃষি ঋণ আরো তরান্বিত করা হয়েছে। কৃষি উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প নেয়া দরকার, সরকার নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল খাবার পানির ব্যবস্থা। বিভিন্ন এনজিওসহ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। খুলনার উপকূলীয় এলাকায় ৬ লাখেরও বেশি মানুষ বসবাস করে। যার ৭০ ভাগের ও বেশী মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়