শিরোনাম
◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগত দশকের বৈশ্বিক রাজনীতি আমাদের কী বলছে?

মাসুদা ভাট্টি : ১.কর্তৃত্ববাদ মানুষ পছন্দ করে।২. লোকরঞ্জনবাদেই মানুষের আস্থা (রঙিন ছবি রেখে সাদাকালো ছবি কে দ্যাখে?) ৩. ধর্মকার্ড পৃথিবীর আদিমতম খেলা, এখনো সমান জনপ্রিয়। ৪. ধর্মনিরপেক্ষ মতবাদের ঘণ্টা ইউরোপ না থাকলে আর কোথাও বাজতো কিনা সন্দেহ। যদিও রাজনৈতিক ধর্মবাদই ধর্মনিরপেক্ষতাকে জবাই করছে দেশে দেশে।  ৫. গণতন্ত্র নামের বস্তুটি গণের পেটে ভাত না দিতে পারলে মূল্যহীন, তার মানে অর্থনীতিই মূল, চাণক্য প-িতের জয়জয়কার। ৬. একক আধিপত্যবাদমুক্ত পৃথিবী এখন একাধিক আধিপত্যবাদের শিকার হয়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলো সুবিধা এবং অসুবিধা দুই-ই ভোগ করছে, কথা হলো রাষ্ট্রগুলোর শাসকশ্রেণি এই আধিপত্যবাদীদের নিজ দেশের স্বার্থে কতোটুকু কি ব্যবহার করতে পারছে।

৭. মিডিয়া ভেবেছিলো তারা গণতন্ত্র রক্ষার নামে রাজনীতির নিয়ন্ত্রণ নেবে, কিন্তু রাজনৈতিক সুবিধা, মিডিয়া-মালিকদের রাজনৈতিক/বাণিজ্যিক স্বার্থ আদায় করতে গিয়ে দেশে দেশে মিডিয়া এখন ‘কিংস ফুল’ বা রাজার ভাঁড়। ৮. বামপন্থা বলে একদা একটি পন্থা ছিলো যা এখন বসার ঘরের আলোচনায়ও অনুপস্থিত, মানুষ যে ছুঁচো বা হায়েনার চাইতে বড় কোনো চিন্তাশীল প্রাণী নয় তা প্রমাণ করে ছেড়েছে এই সমাজতন্ত্র নামের সমতা প্রতিষ্ঠার ব্যর্থতা।

৯. দেশে দেশে উগ্রবাদের উত্থান প্রমাণ করছে মানুষ নামের প্রাণীটা আসলে কুৎসিৎ, ক্ষমতাদর্পী এবং সংখ্যায় বেশি হওয়া মাত্রই নখদন্ত সমেত তারা সংখ্যালঘুর উপর ঝাঁপিয়ে পড়ে। ১০. কিছু মানুষ এতো কিছুর পরও আশাবাদী হয়, ভাবে একদিন কেউ আসবে তরানেওয়ালা, কিন্তু এরা কেউই সেই ভূমিকা নিতে আগ্রহী নয়, নিজে বেঁচেবর্তে থাকতে পারলেই হয়, বাকি পৃথিবী যাক না গোল্লায়। লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের নতুন সময়

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়