শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগত দশকের বৈশ্বিক রাজনীতি আমাদের কী বলছে?

মাসুদা ভাট্টি : ১.কর্তৃত্ববাদ মানুষ পছন্দ করে।২. লোকরঞ্জনবাদেই মানুষের আস্থা (রঙিন ছবি রেখে সাদাকালো ছবি কে দ্যাখে?) ৩. ধর্মকার্ড পৃথিবীর আদিমতম খেলা, এখনো সমান জনপ্রিয়। ৪. ধর্মনিরপেক্ষ মতবাদের ঘণ্টা ইউরোপ না থাকলে আর কোথাও বাজতো কিনা সন্দেহ। যদিও রাজনৈতিক ধর্মবাদই ধর্মনিরপেক্ষতাকে জবাই করছে দেশে দেশে।  ৫. গণতন্ত্র নামের বস্তুটি গণের পেটে ভাত না দিতে পারলে মূল্যহীন, তার মানে অর্থনীতিই মূল, চাণক্য প-িতের জয়জয়কার। ৬. একক আধিপত্যবাদমুক্ত পৃথিবী এখন একাধিক আধিপত্যবাদের শিকার হয়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলো সুবিধা এবং অসুবিধা দুই-ই ভোগ করছে, কথা হলো রাষ্ট্রগুলোর শাসকশ্রেণি এই আধিপত্যবাদীদের নিজ দেশের স্বার্থে কতোটুকু কি ব্যবহার করতে পারছে।

৭. মিডিয়া ভেবেছিলো তারা গণতন্ত্র রক্ষার নামে রাজনীতির নিয়ন্ত্রণ নেবে, কিন্তু রাজনৈতিক সুবিধা, মিডিয়া-মালিকদের রাজনৈতিক/বাণিজ্যিক স্বার্থ আদায় করতে গিয়ে দেশে দেশে মিডিয়া এখন ‘কিংস ফুল’ বা রাজার ভাঁড়। ৮. বামপন্থা বলে একদা একটি পন্থা ছিলো যা এখন বসার ঘরের আলোচনায়ও অনুপস্থিত, মানুষ যে ছুঁচো বা হায়েনার চাইতে বড় কোনো চিন্তাশীল প্রাণী নয় তা প্রমাণ করে ছেড়েছে এই সমাজতন্ত্র নামের সমতা প্রতিষ্ঠার ব্যর্থতা।

৯. দেশে দেশে উগ্রবাদের উত্থান প্রমাণ করছে মানুষ নামের প্রাণীটা আসলে কুৎসিৎ, ক্ষমতাদর্পী এবং সংখ্যায় বেশি হওয়া মাত্রই নখদন্ত সমেত তারা সংখ্যালঘুর উপর ঝাঁপিয়ে পড়ে। ১০. কিছু মানুষ এতো কিছুর পরও আশাবাদী হয়, ভাবে একদিন কেউ আসবে তরানেওয়ালা, কিন্তু এরা কেউই সেই ভূমিকা নিতে আগ্রহী নয়, নিজে বেঁচেবর্তে থাকতে পারলেই হয়, বাকি পৃথিবী যাক না গোল্লায়। লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের নতুন সময়

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়