শিরোনাম
◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগত দশকের বৈশ্বিক রাজনীতি আমাদের কী বলছে?

মাসুদা ভাট্টি : ১.কর্তৃত্ববাদ মানুষ পছন্দ করে।২. লোকরঞ্জনবাদেই মানুষের আস্থা (রঙিন ছবি রেখে সাদাকালো ছবি কে দ্যাখে?) ৩. ধর্মকার্ড পৃথিবীর আদিমতম খেলা, এখনো সমান জনপ্রিয়। ৪. ধর্মনিরপেক্ষ মতবাদের ঘণ্টা ইউরোপ না থাকলে আর কোথাও বাজতো কিনা সন্দেহ। যদিও রাজনৈতিক ধর্মবাদই ধর্মনিরপেক্ষতাকে জবাই করছে দেশে দেশে।  ৫. গণতন্ত্র নামের বস্তুটি গণের পেটে ভাত না দিতে পারলে মূল্যহীন, তার মানে অর্থনীতিই মূল, চাণক্য প-িতের জয়জয়কার। ৬. একক আধিপত্যবাদমুক্ত পৃথিবী এখন একাধিক আধিপত্যবাদের শিকার হয়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলো সুবিধা এবং অসুবিধা দুই-ই ভোগ করছে, কথা হলো রাষ্ট্রগুলোর শাসকশ্রেণি এই আধিপত্যবাদীদের নিজ দেশের স্বার্থে কতোটুকু কি ব্যবহার করতে পারছে।

৭. মিডিয়া ভেবেছিলো তারা গণতন্ত্র রক্ষার নামে রাজনীতির নিয়ন্ত্রণ নেবে, কিন্তু রাজনৈতিক সুবিধা, মিডিয়া-মালিকদের রাজনৈতিক/বাণিজ্যিক স্বার্থ আদায় করতে গিয়ে দেশে দেশে মিডিয়া এখন ‘কিংস ফুল’ বা রাজার ভাঁড়। ৮. বামপন্থা বলে একদা একটি পন্থা ছিলো যা এখন বসার ঘরের আলোচনায়ও অনুপস্থিত, মানুষ যে ছুঁচো বা হায়েনার চাইতে বড় কোনো চিন্তাশীল প্রাণী নয় তা প্রমাণ করে ছেড়েছে এই সমাজতন্ত্র নামের সমতা প্রতিষ্ঠার ব্যর্থতা।

৯. দেশে দেশে উগ্রবাদের উত্থান প্রমাণ করছে মানুষ নামের প্রাণীটা আসলে কুৎসিৎ, ক্ষমতাদর্পী এবং সংখ্যায় বেশি হওয়া মাত্রই নখদন্ত সমেত তারা সংখ্যালঘুর উপর ঝাঁপিয়ে পড়ে। ১০. কিছু মানুষ এতো কিছুর পরও আশাবাদী হয়, ভাবে একদিন কেউ আসবে তরানেওয়ালা, কিন্তু এরা কেউই সেই ভূমিকা নিতে আগ্রহী নয়, নিজে বেঁচেবর্তে থাকতে পারলেই হয়, বাকি পৃথিবী যাক না গোল্লায়। লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের নতুন সময়

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়