মামুন মোল্লা, সাভার (ঢাকা) : আশুলিয়ায় দুই শিশুকে মলম লাগিয়ে অপহরণের সময় এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটককৃত অপহরণকারী গোলাপ হোসেন (২৫) পটুয়াখালী জেলার মির্জাবন্দু থানার কলখালী গ্রামের রজব আলীর ছেলে।
জানা গেছে, আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে সীমা আক্তার (৬) ও চয়ন (৪) নামে ২ শিশুকে মলম লাগিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যাচ্ছিল গোলাপ মিয়া। শিশু ২টিকে নিয়ে দূর্গাপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তারা খুব কান্না করছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় অপহরণের বিষয়টি স্বীকার করে। এসময় স্থানীয়রা ওই ২ শিশুর পরিবারকে খবর দেয় এবং অপহরণকারীকে পুলিশে সোপর্দ করে।
আশুলিয়া থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, অপহরণের সময় ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : এম জহির