শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতিফলন থাকবে এবারের বাজেটে বললেন অর্থমন্ত্রী

আহমেদ শাহেদ : এবারের বাজেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনের প্রতিফলন থাকবে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নির্বাচনী ইশতেহারের দিকে লক্ষ রেখে আমার গ্রাম আমার শহর ও কর্মসংস্থানের দিকে নজর দেয়া হবে। দেশ রূপান্তর।

কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান হয়।
বাজেট বক্তব্যের আকার গতানুগতিক বিশাল আকারের না হয়ে সংক্ষিপ্ত ও টু দ্য পয়েন্ট হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তাই বলে বাজেটের আকার ছোট হবে না। যে কোনো অর্থ বছরের তুলনায় এটি হবে রেকর্ড বাজেট।

অর্থমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সবাই সৎ থাকার চেষ্টা করি। সব সময়ই আমাদের সৎ থাকতে হবে। সবাইকেই সৎ থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে ওই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আয়াতুল্লাহ।

চলতি বছরের জানুয়ারি মাসে অর্থমন্ত্রী হওয়ার পর কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সাংসদ হিসেবে দ্বিতীয়বার নির্বাচনী এলাকায় আসেন। অর্থমন্ত্রী হওয়ার পর আগামী ১৩ জুন প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বাজেট উপস্থাপন করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়