শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতিফলন থাকবে এবারের বাজেটে বললেন অর্থমন্ত্রী

আহমেদ শাহেদ : এবারের বাজেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনের প্রতিফলন থাকবে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নির্বাচনী ইশতেহারের দিকে লক্ষ রেখে আমার গ্রাম আমার শহর ও কর্মসংস্থানের দিকে নজর দেয়া হবে। দেশ রূপান্তর।

কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান হয়।
বাজেট বক্তব্যের আকার গতানুগতিক বিশাল আকারের না হয়ে সংক্ষিপ্ত ও টু দ্য পয়েন্ট হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তাই বলে বাজেটের আকার ছোট হবে না। যে কোনো অর্থ বছরের তুলনায় এটি হবে রেকর্ড বাজেট।

অর্থমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সবাই সৎ থাকার চেষ্টা করি। সব সময়ই আমাদের সৎ থাকতে হবে। সবাইকেই সৎ থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে ওই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আয়াতুল্লাহ।

চলতি বছরের জানুয়ারি মাসে অর্থমন্ত্রী হওয়ার পর কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সাংসদ হিসেবে দ্বিতীয়বার নির্বাচনী এলাকায় আসেন। অর্থমন্ত্রী হওয়ার পর আগামী ১৩ জুন প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বাজেট উপস্থাপন করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়