শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০১:৩৫ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবরের সেঞ্চুরির পরও ২৬২ রানে গুটিয়ে গেলো পাকিস্তান, আফগানদের টাগের্ট ২৬৩

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের মহাযজ্ঞে নামার আগে অংশ নেওয়া প্রত্যেক দল দু’টি দল করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাই প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মুখোমুখি হয়েছিলো আফগানিস্তান ও পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে ১০০ রানের মধ্যে সাজঘরে টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান পাকিস্তানের। পাকিস্তানকে বড়সড় বিপদেই ফেলে দিয়েছিলেন আফগানিস্তানের বোলাররা। সেখান থেকে দলকে টেনে তুলেন বাবর আজম। তবে ব্রিস্টলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তার দুর্দান্ত এক সেঞ্চুরির পরও ইনিংসের ১৩ বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।

ইমাম উল হক আর ফাখর জামানের উদ্বোধনী জুটিতে উঠে ৪৭ রান। ইনিংসের নবম ওভারে ৩২ রান করে হামিদ হাসানের বলে ইমাম বোল্ড হয়ে গেলে ভাঙে এই জুটি। ১২তম ওভারে এসে জোড়া আঘাত হানেন মোহাম্মদ নবী। তিন বলের ব্যবধানে ফাখর জামান (১৯) আর হারিস সোহেলকে (১) বোল্ড করেন আফগান এই অফস্পিনার। মোহাম্মদ হাফিজও বেশিদূর এগোতে পারেননি। রশিদ খানের শিকার হয়ে তিনি ফেরেন ১২ রানে। ১০০ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে পাকিস্তান। সেখান থেকে পঞ্চম উইকেটে দলকে বাঁচানো এক জুটি গড়েন বাবর আর শোয়েব মালিক।

১০৩ রানের জুটিটি ভাঙে শোয়েব মালিক (৪৪) হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ধৈর্য্য হারালে। বাবর আজম একটা প্রান্ত ধরে লড়াই করে যাচ্ছিলেন। এরই মধ্যে অধিনায়ক সরফরাজ আহমেদ রশিদের শিকার ১৩ রানে। শেষ পর্যন্ত ইনিংসের ৪৬তম ওভারে এসে বাবর আজমও সাজঘরে ফিরেছেন। ১০৮ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১১২ রান করে তিনি আউট হওয়ার পর পাকিস্তানের ইনিংস টিকেছে আর ১২ বল। আফগানিস্তানের পক্ষে বল হাতে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। ২টি উইকেট রশিদ খানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়