শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০১:৩৫ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবরের সেঞ্চুরির পরও ২৬২ রানে গুটিয়ে গেলো পাকিস্তান, আফগানদের টাগের্ট ২৬৩

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের মহাযজ্ঞে নামার আগে অংশ নেওয়া প্রত্যেক দল দু’টি দল করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাই প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মুখোমুখি হয়েছিলো আফগানিস্তান ও পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে ১০০ রানের মধ্যে সাজঘরে টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান পাকিস্তানের। পাকিস্তানকে বড়সড় বিপদেই ফেলে দিয়েছিলেন আফগানিস্তানের বোলাররা। সেখান থেকে দলকে টেনে তুলেন বাবর আজম। তবে ব্রিস্টলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তার দুর্দান্ত এক সেঞ্চুরির পরও ইনিংসের ১৩ বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।

ইমাম উল হক আর ফাখর জামানের উদ্বোধনী জুটিতে উঠে ৪৭ রান। ইনিংসের নবম ওভারে ৩২ রান করে হামিদ হাসানের বলে ইমাম বোল্ড হয়ে গেলে ভাঙে এই জুটি। ১২তম ওভারে এসে জোড়া আঘাত হানেন মোহাম্মদ নবী। তিন বলের ব্যবধানে ফাখর জামান (১৯) আর হারিস সোহেলকে (১) বোল্ড করেন আফগান এই অফস্পিনার। মোহাম্মদ হাফিজও বেশিদূর এগোতে পারেননি। রশিদ খানের শিকার হয়ে তিনি ফেরেন ১২ রানে। ১০০ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে পাকিস্তান। সেখান থেকে পঞ্চম উইকেটে দলকে বাঁচানো এক জুটি গড়েন বাবর আর শোয়েব মালিক।

১০৩ রানের জুটিটি ভাঙে শোয়েব মালিক (৪৪) হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ধৈর্য্য হারালে। বাবর আজম একটা প্রান্ত ধরে লড়াই করে যাচ্ছিলেন। এরই মধ্যে অধিনায়ক সরফরাজ আহমেদ রশিদের শিকার ১৩ রানে। শেষ পর্যন্ত ইনিংসের ৪৬তম ওভারে এসে বাবর আজমও সাজঘরে ফিরেছেন। ১০৮ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১১২ রান করে তিনি আউট হওয়ার পর পাকিস্তানের ইনিংস টিকেছে আর ১২ বল। আফগানিস্তানের পক্ষে বল হাতে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। ২টি উইকেট রশিদ খানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়