লিহান লিমা: এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে পাত্তা পায় নি কংগ্রেস। মোদি ঝড়ে গতবারের চেয়েও আরো পাকাপোক্ত হয়েছে বিজেপির আসন। অন্যদিকে প্রয়োজনীয় আসন সংখ্যা না থাকায় এবারও পার্লামেন্টে বিরোধী দলনেতার পদ দাবি করতে পারবে না কংগ্রেস। উপরুন্তু সভাপতি হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া রাহুল গান্ধী নিজের ‘কর্মভূমি’ আমেথিতেই পরাজিত হয়েছেন। কাজে আসেনি তাঁর ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান। এমতাবস্থায় আজ শনিবার বৈঠকে বসছে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সেখানেই পদত্যাগ করতে পারেন রাহুল। বৈঠকে উপস্থিত থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
এদিকে এই বৈঠকের আগেই উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি রাজ বব্বরসহ কংগ্রেসের তিন রাজ্যের সভাপতি রাহুলের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সভাপতি পদে নিজে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রাহুল বলেছেন, সেটা তিনি কার্যনির্বাহী কমিটিকেই জানাবেন।
২০১৪ সালের ভোটের সময় কংগ্রেস সভাপতি ছিলেন সোনিয়া, রাহুল ছিলেন সহ-সভাপতি। সেবার ৪৪ টি আসন পেয়েছিল কংগ্রেস। তখন পদ ছেড়ে দিতে চেয়েছিলেন দুজনেই। নেহেরু-গান্ধী পরিবারের প্রতি অনুগত কংগ্রেসে এবার নেতৃত্বের প্রতি কর্মীদের ক্ষোভ বেড়েছে বলে জানা গেছে। অনেকে নেহেরু-গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলছেন। ইতিমধ্যেই রাজস্থানের এক কংগ্রেস নেতা বলেছেন, কিছু পরিবর্তনের ইচ্ছা থাকলে নেতৃত্বেই বদল আনা দরকার।