শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৫:১৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাক সম্পর্কে ফাটল রুখতে বিশেষ উদ্যোগ ফেসবুকের

মৌরী সিদ্দিকা : খেলার মাঠ হোক কিংবা রাজনৈতিক মহল, সবক্ষেত্রেই সরগরম থাকে ভারত-পাকিস্তান। ইস্যু যাই হোক না কেন, দুই দেশের মধ্যে টানাপোড়নে লেগেই থাকে। কেউ কাউকে ছেড়ে কথা বলে না। আর সোশ্যাল মিডিয়ার সেই লড়াই ভারচুয়াল দুনিয়াতেও চরমে ওঠে। সে উদাহরণ সাম্প্রতিকালে অনেক মিলেছে। কিন্তু অনেক সময়ই নেটদুনিয়ায় কিছু আলোচনা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। পালা চলে অভিযোগ-পাল্টা অভিযোগের। কিন্তু এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে ফেসবুক। - সংবাদ প্রতিদিন

একটা খবর কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় ভুল পরিবেশিত হলেই সমস্যা। তাতে যে দু’দেশের সম্পর্ক আরও তিক্ত হয়, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু হুটহাট করে কোনও ইউজারকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বাধা দেওয়াও সম্ভব নয়। তাই বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুক। ফেইসবুক একটি দল গঠন করে তারা ভুয়ো খবর ও ভুল তথ্য চিহ্নিত করার কাজ করছে। আর এমন কোনও সংবাদ ছড়িয়ে পড়লেই যে পেজ থেকে খবরটি ছড়াচ্ছে, তা নামিয়ে নিচ্ছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। এর পাশাপাশি যে সমস্ত অ্যাকাউন্ট থেকে সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করা হয়, সেদিকে প্রতিনিয়ত নজর রাখছে ফেসবুক।

শুধু তাই নয়, সমাজে ভুল তথ্য ভাইরাল করতে ফেসবুকে অনেক ভুয়ো অ্যাকাউন্ট ও পেজও তৈরি করা হয়। জরদারি চালিয়ে ফেসবুক যদি বোঝে এমন পেজ বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াই শ্রেয়, তবে তেমনটাই করে থাকে তারা। দিনের পর দিন ভুয়ো খবর নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে ফেসবুক। যার ফলে এর হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়