শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান হবে: বীণা সিক্রি

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি পুনরায় বিপুল জয় লাভ করায় বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সব সমস্যার সমাধান হয়ে যাবে।

আগামী পাঁচ বছরে দুই প্রতিবেশী দেশের মধ্যে অনেক কিছুই হবে। মোদির আমলে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত অনেক সমস্যার সমাধান হয়েছে।

বাকি আছে শুধু তিস্তার পানিবণ্টন। পশ্চিমবঙ্গে বিজেপি খুব ভালো করেছে। তাই অমীমাংসিত ইস্যুর নিষ্পত্তি করা সহজ হবে।
ভারতের নির্বাচনে এবারের ফলাফল খুবই চমৎকার। খুব ভালো ফল হয়েছে। ভারতের জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন।

মোদি অর্থনৈতিক উন্নয়নের প্রতি ফোকাস করেছিলেন। তাছাড়া ভারতের জাতীয় নিরাপত্তার ব্যাপারে তার নীতি ছিল খুবই ভালো। এ নীতির প্রতিই জনগণ সাড়া দিয়েছেন। এটা তার বিরাট সফলতা। চমৎকার ফল।
মোদি ভারতের জনগণকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছেন। তার গতি অনেক বেশি। তার উন্নয়নের প্রতি জনগণ আস্থা রেখেছেন।

ভারতের আগামীর উন্নয়ন লক্ষ্য অর্জনে তার নীতি খুবই সহায়ক হবে। তিনি দেশের জনগণের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন।

ভারতের নিরাপত্তার ক্ষেত্রে তার নীতি সবচেয়ে বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। জনগণের রায়ে এটাই প্রমাণ হয়।
মোদির নীতি হল প্রতিবেশীবান্ধব। প্রতিবেশীর মধ্যে বাংলাদেশের সঙ্গে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান করেছেন।

বাকি সব সমস্যার সমাধান আগামী পাঁচ বছরে হয়ে যাবে। আমি উল্লেখ করেছি, বিজেপি পশ্চিমবঙ্গেও ভালো করেছে। তার মানে হল, তিস্তা ইস্যুতে যে সমস্যা রয়েছে তা সমাধান করতে এখন সহজ হবে।

মোদির আমলে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে। জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরালো হবে। দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক যেভাবে বিকশিত হচ্ছে তাতে উভয়েই অধিক হারে সুফল লাভ করতে পারবে। সম্পর্কের যে প্রবৃদ্ধি তা অনেক অনেক বৃদ্ধি পাবে। সহযোগিতার গতি বৃদ্ধি পাবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও অধিক জোরদার হবে।

লেখক : বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়