রাশিদ রিয়াজ : মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ‘মার্টিন টাওয়ার’ ১৯৭২ সাল থেকে ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়েছিল। ভবনটির মালিক অনেক চেষ্টার পর এটিকে লাভজনক করতে না পেরে শেষ পর্যন্ত তা ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেন। ভেঙ্গে ফেলার সময় ভবনটির ১৬ হাজার টন ইস্পাত ধ্বংস হয়ে যায় মাত্র ১৬ সেকেন্ডে। এর এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বেথলেহেম স্টিল সংস্থার ৩৩২ ফুট উঁচু ওই ভবনটি গত ১২ বছর ধরে পড়েছিল। ভবনটি ধ্বংস করতে ২১৯ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এমন নিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরণ ঘটানো হয়, যাতে এত উঁচুভবনটি ভেঙে পড়ার সময় কোনও দিকে হেলে না পড়ে। ধাপে ধাপে ধ্বংস হয়ে সোজাসুজি নেমে আসে ভবনটি। বিস্ফোরণ প্রক্রিয়া শুরু থেকে ভবনটি পুরোপুরি ধ্বংস হতে সময় নেয় মাত্র ১৬ সেকেন্ড।
ভবনটি ধ্বংসের এ দৃশ্য দেখার জন্য অনেক মানুষ জড়ো হন। তারা ছবিও তোলেন। ভেঙে পড়ার সময় গোটা এলাকা ধুলো, ধোঁয়ায় ঢেকে যায় কিছুক্ষণের জন্য।