শিরোনাম
◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর ◈ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে কৃষকের স্বপ্ন

সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ থেকে : সত্তরোর্ধ্ব মজিরন, স্বামী অসুস্থ। ধার-দেনা করে ৬ বিঘা জমি বন্ধক রেখে সারা বছরের অন্ন যোগাতে ধান চাষ করেছিলেন। তার সে স্বপ্ন মাঠে মারা গেছে। ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে গেছে ৪ বিঘা জমির ধান। সামনের দিনগুলো কিভাবে কাটবে এ চিন্তায় এখন সে দিশেহারা।

মজিরনের মত সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইতপুর ও সোনাটেংরা চকে অনেক কৃষকেরই পাকা ধান পুড়ে গেছে। এরা প্রত্যেকেই ওই চকে চলতি বোরো মৌসুমে ধানের আবাদ করেছিলেন। দিগন্ত জোড়া পাকা ধান তোলার পরিবর্তে ক্ষেতের আইলে বসে আহাজারি করছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, জেডএবি নামক ইটভাটার ছেড়ে দেয়া বিষাক্ত ধোঁয়ায় ওই চকের ৮০ বিঘা জমির ধান ইতিমধ্যে পুড়ে গেছে। চকটিতে রয়েছে জেডএবিসহ ডজন খানেক ইটভাটা। গত বছর সংশ্লিষ্ট ইটভাটা মালিক ক্ষতিগ্রস্থ
কৃষকদের ক্ষতি পূরণ দিলেও এবছর কর্ণপাত করছেন না বলে ভুক্তভোগীরা জানান।

উপজেলা কৃষিকর্মকর্তা টিপু সুলতান সপন বলেন, উপসহকারি কৃষি কর্মকর্তাদের দিয়ে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ইটভাটা মাালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ বলেন, ক্ষতিগ্রস্থ
কৃষকদের সাথে কথা বলেছি। তারা লিখিত অভিযোগ দিলে ইটভাটার মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়