শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে কৃষকের স্বপ্ন

সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ থেকে : সত্তরোর্ধ্ব মজিরন, স্বামী অসুস্থ। ধার-দেনা করে ৬ বিঘা জমি বন্ধক রেখে সারা বছরের অন্ন যোগাতে ধান চাষ করেছিলেন। তার সে স্বপ্ন মাঠে মারা গেছে। ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে গেছে ৪ বিঘা জমির ধান। সামনের দিনগুলো কিভাবে কাটবে এ চিন্তায় এখন সে দিশেহারা।

মজিরনের মত সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইতপুর ও সোনাটেংরা চকে অনেক কৃষকেরই পাকা ধান পুড়ে গেছে। এরা প্রত্যেকেই ওই চকে চলতি বোরো মৌসুমে ধানের আবাদ করেছিলেন। দিগন্ত জোড়া পাকা ধান তোলার পরিবর্তে ক্ষেতের আইলে বসে আহাজারি করছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, জেডএবি নামক ইটভাটার ছেড়ে দেয়া বিষাক্ত ধোঁয়ায় ওই চকের ৮০ বিঘা জমির ধান ইতিমধ্যে পুড়ে গেছে। চকটিতে রয়েছে জেডএবিসহ ডজন খানেক ইটভাটা। গত বছর সংশ্লিষ্ট ইটভাটা মালিক ক্ষতিগ্রস্থ
কৃষকদের ক্ষতি পূরণ দিলেও এবছর কর্ণপাত করছেন না বলে ভুক্তভোগীরা জানান।

উপজেলা কৃষিকর্মকর্তা টিপু সুলতান সপন বলেন, উপসহকারি কৃষি কর্মকর্তাদের দিয়ে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ইটভাটা মাালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ বলেন, ক্ষতিগ্রস্থ
কৃষকদের সাথে কথা বলেছি। তারা লিখিত অভিযোগ দিলে ইটভাটার মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়