শিরোনাম
◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথের পরিবর্তে খালেদা জিয়ার মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বললেন রেজোয়ান সিদ্দিকী

লিয়ন মীর : শপথের পরিবর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ড. রোজোয়ান সিদ্দিকী। তিনি বলেন, অনেকেই ধারণা করেছিলেন বিএনপির শপথ গ্রহণের ফলে বেগম খালেদা জিয়ার মুক্তির দরজা খুলে যাবে কিন্তু এখন পর্যন্ত তাদের  ধারণা অবাস্তব বলে মনে হচ্ছে।

তিনি বলেন, বিএনপির শপথ গ্রহণকে কেন্দ্র করে ঐক্যফ্রন্ট এবং ২০-দলীয় জোটের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু এটা বিএনপির ওপর তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। কেননা বিএনপি স্বয়ংস্পূর্ণ বড় একটি রাজনৈতিক দল। জোটের শরিকদের দিয়ে বিএনপির যা লাভ হয় তার চেয়ে শরিকদের বেশি লাভ হয়। বিএনপি শরিকদের ওপর চড়ে সামনে চলে না বরং শরিকেরা বিএনপির কাধে চড়ে সামনে যায়।

তিনি আরো বলেন, বিএনপি আন্দোলন করে তাদের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেই তারা শপথ গ্রহণ করে ভিন্ন কৌশলে এগোতে চাচ্ছে বলে মনে হচ্ছে। তারা এখন উপলব্ধি করতে পারছে গতানুগতিক ধারায় রাজনীতি বা আন্দোলন করে কোনো লাভ হবে না। তাই তারা বাস্তবতা বুঝে পদক্ষেপ গ্রহণ করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়ার মুক্তিতে বাধা সৃষ্টি করেছে এটা আর এখন কথার কথা নয়। আওয়ামী লীগের নেতাদের বক্তব্য থেকেই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাস্তবতা হচ্ছে- সরকার না চাইলে বেগম খালেদার জিয়ার মুক্তি হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়