আব্দুর রাজ্জাক : পাকিস্তানের বালাকোটে ভুল লক্ষ্যবস্তুতে হামলার মতো বিড়ম্ভনা এড়াতে বুধবার সকালে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে ভারত। এটি মেঘাচ্ছন্ন আকাশেও কোনোরকম সন্দেহমুক্ত নজরদারি করতে পারবে বলে একজন কর্মকর্তা জানান। ইয়ন, এনডিটিভি
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র প্রধান কে সিভান একে ‘চমৎকার মিশন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ৬১৫ কেজি ওজনের রিসাট-২বি গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে মহাকাশযান পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ব্যবহার করা হয়। এটি দিন, রাত এমনকি খারাপ আবহাওয়ায়ও নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারবে। এই সফল উৎক্ষেপণের মধ্যদিয়ে ভারত ইসরোর মাধ্যমে এ পর্যন্ত ৩৫৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো যার মোট ওজন ৫০ টন।
কে সিভান আরো বলেন, এই প্রথমবারের মতো ভারতেই প্রস্তুত বিক্রম প্রসেসর দিয়ে স্যাটেলাইটটি নির্মাণ করা হয়েছে। এবং এটি স্পষ্ট ও উচ্চমাত্রার স্থির চিত্র সংগ্রহে সক্ষম। এই স্যাটেলাইটটি বিরোধীদের স্থাপনা চিহ্নিতকরণসহ কৃষি, বন ও দুর্যোগ প্রবণ এলাকার ওপর নজরদারি করতে পারবে। তবে কৌশলগত কারণ দেখিয়ে স্যাটেলাটইটের কোনো ছবি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতের বিমান বাহিনী। এতে ৩ শতাধিক হতাহতেরও দাবি করা হয়। কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণই পাওয়া যায়নি।