শিরোনাম
◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৫:২৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের সঙ্গে জনগণের যোগসূত্র তৈরি করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, বলেছেন তথ্যমন্ত্রী

এইচ এম জামাল: তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন,তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে যোগসূত্র তৈরি করা,জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন তৈরি করা।

মঙ্গলবার সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও অধিনস্ত বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে নবনিযুক্ত তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পরিচিতি সভায় মন্ত্রী এ কথা বলেন। বাসস

নব নিযুক্ত তথ্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ড.হাছান মাহমুদ বলেন,এই মন্ত্রণালয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমি চাই নতুন প্রতিমন্ত্রীর সঙ্গে টিম ওয়ার্ক করে কাজ করতে। দুজনে মিলে কাজ করলে আমাদের কাজ করা অনেক সহজ হবে। তিনি বলেন,আমরা এক সঙ্গে মিলেমিশে কাজ করবো। সরকারের সঙ্গে জনগণের যোগসূত্র তৈরি করবো।

মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি আমি কাজ করতে চাই। কাজ করার ক্ষেত্রে সবাই আমাকে সহযোগীতা করবেন।

অনুষ্ঠানে তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীলসহ সংস্থার প্রধান ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়