লিহান লিমা: ভারতের লোকসভা নির্বাচনে ইভিএম ও ব্যালট পেপারে কারচুপির অভিযোগ নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, ‘সাংবিধানিক সংস্থা হিসেবে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখার দায় নির্বাচন কমিশনের। এখন ইভিএম নির্বাচন কমিশনের দায়িত্বে আছে। সেগুলি যাতে সুরক্ষিত থাকে তার দায় কমিশনের।’ এনডিটিভি, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস
যদিও সোমবার এক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রণব বলেন, ‘সুকুমার সেন (দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার) থেকে শুরু করে এখনকার মুখ্য নির্বাচন কমিশনার, তাঁরা নিজেদের কাজ ঠিক করে পালন করছেন। তাঁদের সমালোচনা করা যায় না। নির্বাচন আয়োজনে কোনও রকম ত্রুটি হয়নি। আমি বিশ্বাস করি যার কাজের দক্ষতা নেই সে যন্ত্রপাতি এবং সরঞ্জাম নিয়ে প্রশ্ন তোলে। যার কাজের দক্ষতা আছে সে জানে কোন যন্ত্রকে কীভাবে ব্যবহার করতে হয়।’
এরপরই দেশের বিভিন্ন জায়গা থেকে ইভিএমকে কেন্দ্র করে অপ্রীতিকর খবর আসতে থাকে। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও পাঞ্জাবে ইভিএম মেশিনে কারচুপি ও ব্যালট জালিয়াতির খবর আসে, সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ২১টি রাজনৈতিক দল নির্বাচনে ইভিএম কারচুটি ও ব্যালট পেপার জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানায়। কংগ্রেস জানায়, নির্বাচন কমিশনকে অবশ্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিযোগগুলোর সুরাহা করতে হবে। যদিও নির্বাচন কমিশন এক বিবৃতিতে ইভিএম কেলেঙ্কারিকে ‘পুরোপুরি মিথ্যে’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে।