শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে স্মিথ-ওয়ার্নারকে ব্যক্তিগত আক্রমণ করতে দর্শকদের নিষেধ করেছেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক: গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্ট ম্যাচে বল টেম্পারিং কেলেঙ্কারি করেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার ডেবিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও বেন ক্রাফট। এই ঘটনার জন্য এক বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ ওয়ার্নার ও স্মিথকে আর ক্রাফটকে করা হয় নয় মাসের জন্য। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই স্তম্ভ্য নিষেধাজ্ঞা শেষে আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন। এইবার বিশ্বকাপের পর্দা উঠতে ইংল্যান্ডে যেখানে অস্ট্রেলিয়া ও ইংলিশ দর্শকদের গ্যালারিতে চলে অন্যরকম লড়াই। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করে দিতে গ্যালারি থেকে শোনা যায় দুয়োধ্বনি। তবে এর মধ্যেই বিচ্ছিন্ন কিছু ঘটনায় ইংলিশ সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনছেন ওয়ার্নার এবং স্মিথ।

বিশ্বকাপ খেলতে বল টেম্পারিং কাণ্ড ঘটানোর পর প্রথমবারের মতো ইংল্যান্ডে গিয়েছেন স্মিথ-ওয়ার্নার। তাই তাদেরকে শুনতে হবে আরো দুয়োধ্বনি, সহ্য করতে হবে দর্শকদের টিটকারি- এমনটা অনুমেয়ই ছিলো। তবে ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলি তার দেশের দর্শকদের আহ্বান জানিয়েছেন স্মিথ-ওয়ার্নারের প্রতি সহনশীল আচরণ করতে।

ডানহাতি এ অফস্পিনিং অলরাউন্ডারের চাওয়া, যাতে ইংল্যান্ডে সফরটা উপভোগ করতে পারেন স্মিথ ও ওয়ার্নার। স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মঈন বলেন, ‘আমি আশা করবো তাদের খুব বেশি সমস্যা হবে না। আমি চাই তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে, পুরো সফরটা ভালোভাবে শেষ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিষয়গুলো মজার মধ্যে রাখাই ভালো। ব্যক্তিগত আক্রমণে গেলে বিষয়গুলো জটিল হয়। আমাদের সবারই ভুল হয়ে থাকে। আমরা মানুষ এবং আমাদের আবেগ রয়েছে। আমি জানি ভেতর থেকে ওরা দুজনই অসাধারণ মানুষ। আমি আশা করবো বিশ্বকাপে তাদের সঙ্গে ভালো আচরণ করা হবে। আমি শুধু চাই তারা যেনো ক্রিকেটেই নিজের মনোযোগ রাখতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়