শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চারগুণ করার ঘোষণা ইরানের

রাশিদ রিয়াজ : ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার সংস্থা নিম্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিমাণ চারগুণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তেহরানে দেয়া এক বক্তব্যে তিনি জানান, সোমবার থেকে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চারগুণ বৃদ্ধি শুরু হয়েছে। পরমাণু সমঝোতায় ইরানকে যেসব অর্থনৈতিক সুবিধা দেয়ার কথা বলা হয়েছিল তা দিতে বাকি পক্ষগুলো ব্যর্থ হয়েছে। কামালবান্দি সতর্ক করে দিয়ে বলেন, ইউরোপীয়রা ইরানকে প্রয়োজনীয় সুবিধা দিতে ব্যর্থ হলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আরো বাড়িয়ে দেবে। আরটি

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় দেশটিকে সর্বোচ্চ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হয়েছে। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক কাজে লাগানোর পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরির কাজেও লাগানো সম্ভব। তবে ইরান শুরু থেকেই বলে এসেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় তার নেই।

এদিকে, পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে গত ৮ মে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ইরান এ সমঝোতা থেকে বের হয়ে না গেলেও এটির ২৬ ও ৩৬ নম্বর ধারা মেনেই দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ কিছু সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই দু’টি ধারায় বলা হয়েছে, পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হলে ইরানও কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তেহরান এখন থেকে আর সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিদেশের হাতে তুলে দেবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়