শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চারগুণ করার ঘোষণা ইরানের

রাশিদ রিয়াজ : ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার সংস্থা নিম্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিমাণ চারগুণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তেহরানে দেয়া এক বক্তব্যে তিনি জানান, সোমবার থেকে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চারগুণ বৃদ্ধি শুরু হয়েছে। পরমাণু সমঝোতায় ইরানকে যেসব অর্থনৈতিক সুবিধা দেয়ার কথা বলা হয়েছিল তা দিতে বাকি পক্ষগুলো ব্যর্থ হয়েছে। কামালবান্দি সতর্ক করে দিয়ে বলেন, ইউরোপীয়রা ইরানকে প্রয়োজনীয় সুবিধা দিতে ব্যর্থ হলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আরো বাড়িয়ে দেবে। আরটি

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় দেশটিকে সর্বোচ্চ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হয়েছে। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক কাজে লাগানোর পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরির কাজেও লাগানো সম্ভব। তবে ইরান শুরু থেকেই বলে এসেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় তার নেই।

এদিকে, পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে গত ৮ মে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ইরান এ সমঝোতা থেকে বের হয়ে না গেলেও এটির ২৬ ও ৩৬ নম্বর ধারা মেনেই দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ কিছু সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই দু’টি ধারায় বলা হয়েছে, পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হলে ইরানও কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তেহরান এখন থেকে আর সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিদেশের হাতে তুলে দেবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়