শিরোনাম
◈ সংসদ নির্বাচন সামনে রেখে জোট রাজনীতিতে নতুন আলোচনা ◈ চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে পোষ্য কোটা স্থগিত, জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে রাবি ◈ সাইফ ও হৃদয়ের দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সুপার ফোরে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নিয়ে সুখবর ◈ জুলাই স্মৃতি জাদুঘরে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকবে : প্রধান উপদেষ্টা ◈ এই খেলা দেখ‌তে হ‌বে না, রুমের দরজা ও ফোন বন্ধ করে ঘুমাও: পাকিস্তান ম্যাচ নিয়ে ভার‌তের অ‌ধিনায়ক ◈ ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে ◈ পিতৃত্বকালীন ছুটি নিয়ে যেসব সুপারিশ করেছে মন্ত্রণালয় ◈ নির্বাচনী জোট নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ১২:২১ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৯, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ইটভাটার বিষাক্ত গ্যাসে ‘ফসলের ক্ষতি’, ক্ষতিপূরণ দেওয়া হবে, বলছে কৃষি বিভাগ

বিডিনিউজ: ঠাকুরগাঁও সদর উপজেলার দুইটি ইটভাটার বিষাক্ত গ্যাসে ৩০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

সরেজমিনে দেখা গেছে, আকচা ও সালন্দর ইউনিয়নে ইটভাটা দুইটির অবস্থান। এগুলোর গ্যাসের তাপে আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের অর্ধশতাধিক কৃষকের ধান, মরিচ ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের মাঠ পুড়ে গেছে। এর মধ্যে ২৫ একর জমির বোরো ধান ও পাঁচ একর জমির ভুট্টা, মরিচসহ অন্যান্য ফসল রয়েছে।

কৃষি বিভাগ জানায়, বর্তমানে বেশিরভাগ ধানের শীষ ও ভুট্টার মোচা বের হয়েছে। কিন্তু ওই দুইটি ইটভাটা থেকে নির্গত এ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইডসহ বিষাক্ত গ্যাসে ধানের শীষ, ভুট্টার মোচা, মরিচসহ বেশকিছু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, ‘কিছুদিন আগে কুমড়া, লিচু, মরিচ ও ভুট্টাক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা অনেকে দোকান থেকে বাকিতে সার-বীজ নিয়ে জমিতে ফসল করেছি।’
একটি ভাটার মালিক হুমায়ুন কবীরের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করেছেন। ক্ষতির কারণ উদঘাটনে তদন্ত টিমও গঠন করেছি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আকচা ইউনিয়নের ইটভাটা দুটির কারণেই ফসলেরর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়