আসিফ হাসান কাজল : পৃথিবীতে ১ টন চালের মূল্য ৪০০ মার্কিন ডলার, আর আমরা আমদানি করছি ৭০০-১০০০ ডলারে। ধান-চাল আমদানির মধ্য দিয়ে বিদেশে টাকা পাচার হয়ে গিয়েছে। সোমবার (২০ মে) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে দুর্নীতি, ঋণ খেলাপী ও ব্যাংকিং খাতের নৈরাজ্য বন্ধে বাজেটে সুস্পষ্ট অঙ্গীকার চাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এই দাবি করেন।
ব্যাংকিং খাতের নৈরাজ্যের ঘটনা তুলে ধরে তিনি বলেন, দেশে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ খেলাপীদের হাতে রয়েছে। বর্তমানে চারটি ব্যাংকের টাকা একজন ব্যক্তির কাছে জিম্মি। আমি তার নাম প্রকাশ করবো না। এসময় তিনি দাবি করেন, শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা গেলে আমাদের দেশে প্রবৃদ্ধি ২.৬ ভাগ হারে বেড়ে যেত।
বিশেষ অতিথির বক্তব্যে জনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক স্বদেশ রায় বলেন, বঙ্গবন্ধুর খুনিরা, যুদ্ধাপরাধীরাই আমাদের শত্রু নয়, ঋণ খেলাপীরাও আমাদের বড় শত্রু । তিনি আরও বলেন, বাংলাদেশে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন জিয়াউর রহমান আর এরশাদ সাহেব দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন।
ঢাকা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন কিশোর রায়।