শিরোনাম
◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্ত রাজনৈতিক পরিবেশেও দেশে বিনিয়োগে স্থবিরতা, বলছেন নীতি গবেষকরা

হ্যাপি আক্তার : অর্থনৈতিক উন্নয়নের যে ন্যারেটিভস শোনা যাচ্ছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই, বলছেন অর্থনীতি গবেষকরা। তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির সামঞ্জস্য বিগত কোনো আমলেই ছিলো না। তবে বিনা নোটিশে, নিরব ছাটাইয়ের এ প্রক্রিয়া অবশ্যই বেকারত্ব বৃদ্ধিতে ‘নতুন অনুসঙ্গ’। সাউথ এশিয়া মনিটর।

বেসরকারি এইচআর রিক্রুটার এজেন্সি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্টের (আইআইটিএম) প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, দুই বছরের ব্যবধানে অর্থাৎ ২০১৬ সালের তুলনায় ২০১৮ সালে তাদের মাধ্যমে নিয়োগ কমেছে ৩৫ শাতংশ। অথচ, এর বিপরীতে নিয়োগ প্রত্যাশিদের সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

তিনি আরো বলেন, ২৬৮০ জন আবেদনকারীর ২০ শতাংশ বলেছেন, তাদেরকে বিনা নোটিশে ছাটাই করা হয়েছে। যাদেরকে রাখা হয়েছে তাদেরকে রিডিউস স্যালারির প্রস্তাব দেয়া হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যারা বিক্রি করছে সাব স্টেশন, জেনারেটর, সুইচগিয়ার, ট্রান্সফরমার এবং বাসবার ট্রাংকিং সিস্টেমসহ (বিবিটি) নানা ধরনের ইলেক্ট্রিক্যাল প্রোটেকশন ইকুইপমেন্ট, সম্প্রতি প্রতিষ্ঠানটি কর্মকর্তা ও মাঠ পর্যায়ের ৩৫ শতাংশ জনবল ছাটাই করেছে। এই ছাটাই প্রক্রিয়ায় বাদ পড়াছেন দুই জন শীর্ষ বিপণন কর্মকর্তা। কারণ তাদের অধীনে বিক্রি কমেছে ৪৪ শতাংশ। প্রতিষ্ঠানটির সামগ্রিক বিক্রিও কমে গেছে। বিগত বছরগুলোর বিক্রির হার বিবেচনায় রেখে চলতি বছরে ৬০ কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। সেখানে বছরের প্রথম প্রান্তিকে বিক্রি হয়েছে ৮ কোটি ৬০ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪৩ শতাংশ কম।

সরল এই সমীকরণের সঙ্গে এক মত প্রকাশ করে সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিনিয়োগ বাড়ছে না। বিশেষ করে শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি খাতে বিনিয়োগের ঘাটতি রয়েছে বলে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না।

আর একে এই সময়ের বড় ধাঁধাঁ বলছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ট ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বর্তমান সময়ে সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণ শতভাগ। তেমন কোনো রাজনৈতিক অস্থিরতা আমরা রাস্তাঘাটে দেখছি না। এ ধরনের শান্ত পরিবেশে মানুষের বিনিয়োগের উৎসাহ নেই কেন? এটি এই সময়ের জন্য বড় ধাঁধা। এই ধাঁধার উত্তর খোঁজা দরকার।

তিনি আরো বলেন, আস্থার সংকটের কারণেই মানুষ বিনিয়োগ করছে না। আর আস্থার জায়গা শুধু রাজনৈতিক নিয়ন্ত্রণ দ্বারা তৈরি হয় না।

বর্তমান সরকারের উন্নয়ন দর্শন ও প্রবৃদ্ধির সূচক নিয়ে প্রশ্ন তুলেছেন ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, সার্বিকভাবে অদ্ভুত কিছু বিষয় বাংলাদেশে চলছে। এখানে কিছু সূচক নিয়ে অতিকথন হচ্ছে। বিশেষ করে প্রবৃদ্ধির হার নিয়ে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়