শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে তেলের সংকট দেখা দিলে সরবরাহ বাড়াবে ওপেক, জানালেন সৌদি জ্বালানিমন্ত্রী

নূর মাজিদ : বিশ্ববাজারে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের মতো বৃহত্তম অর্থনীতির রাষ্ট্রীয় তেলের মুজুদ বৃদ্ধি, সেদিকেই ইঙ্গিত করছে। তবে সরবরাহ ঘাটতি দেখা দেয়ার সম্ভাবনা দেখা দিলে তখন সৌদি আরবসহ ওপেক উৎপাদন বৃদ্ধি করবে। ওপেক জোট ও ওপেকের বাহিরে থাকা শীর্ষ তেল উৎপাদক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের এক বৈঠকের পূর্বে, সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ একথা জানিয়েছেন।

আজ রোববার বাংলাদেশ সময় রাতে, ওপেক এবং রাশিয়ার মতো ওপেকের সহযোগী তেল উৎপাদক দেশগুলো এই বৈঠকে বসছে। যেখানে সৌদি আরবের তেলের পাইপলাইনে হুথিদের ড্রোন হামলা, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধন্মুখ পরিস্থিতি ইত্যাদি আলোচনায় প্রাধান্য পাবে।

এদিকে শনিবার ফালিহ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘ আগামী জুনের বৈঠকের আগে তেলের সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেবে না ওপেক। এই বিষয়ে তিনি বলেন, এখন (অপরিশোধিত তেলের) বাজারে কোন সংকট আছে কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত নই। তবে আমরা সবসময় বাজার পর্যালোচনা খতিয়ে দেখি। যদি তেমন কোন সম্ভাবনা দেখা যায়, তবে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। ’

এই সময় তিনি আরো বলেন, ‘বর্তমান সকল সূচকেই বাজার স্থিতিশীল রয়েছে এমন সংকেত পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় মজুদ বিপুল পরিমাণে বেড়েছে । তাই সরবরাহের সংকট অচিরেই দেখা দেবে এমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়