শিরোনাম
◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তন নিয়ে নিজেদের শব্দভাণ্ডার বদলাচ্ছে দ্য গার্ডিয়ান

আসিফুজ্জামান পৃথিল : জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নিজেদের শব্দভান্ডার হালনাগাদ করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। নতুন শব্দগুলোকে আরো যুগোপযোগী এবং শক্তিশালী বলে দাবি করছে পত্রিকাটি। এখন থেকে জলবায়ু পরিবর্তনকে জলবায়ু জরুরী অবস্থা, সঙ্কট এবং দুরাবস্থা হিসেবে উল্লেখ করবে গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান।

এছাড়াও গার্ডিয়ান বৈশ্বিক উষ্ণতার বদলে বৈশ্বিক উচ্চতাপ শব্দযুগল ব্যবহার করতে চায়। তবে পুরোনো শব্দগুলোকে এখনও নিষিদ্ধ করা হয়নি। পত্রিকাটির প্রধান সম্পাদক ক্যাথরিন ভাইনার বলেন, ‘আমরা নিশ্চিত করছি এই শব্দগুলো বৈজ্ঞানিকভাবে বিশুদ্ধ। এই অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা পাঠকদের আরো সচেতন করতে চাই। যেমন জলবায়ু পরিবর্তন শব্দযুগল নিস্ক্রিয় আর হালকা শোনায়। বিজ্ঞানীরা মানব সম্প্রদায়ের জন্য দমবন্ধকর পরিস্থিতিটির উল্লেখের সময় এতো হালকা শব্দ ব্যবহার করতে পারেন না। জলবায়ু বিজ্ঞানীরা জাতিসংঘকে বহুদিন ধরে শব্দগুলো বদল করতে বলছেন। এর সমর্থনেই আমাদের এই উদ্যোগ।’

গত সেপ্টেম্বরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিয় গুতেরেস জলবায়ু সঙ্কট শব্দযুগল ব্যবহার করেছিলেন। তিনি বলেন, ‘আমরা সরাসরি অস্তিত্বের হুমকিতে আছি। এঙ্গেলা মেরকেলের সাবেক উপদেষ্টা প্রফেসর জোয়াকিম শুলেনবার, ইউরোপিয় ইউনিয়ন এবং পোপও জলবায়ু সঙ্কট ব্যবহার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়