শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিস্থিতি নিয়ন্ত্রণে, বিদেশি সেনাবাহিনীর সহায়তার প্রয়োজন নেই বলে জানালো শ্রীলঙ্কা

সান্দ্রা নন্দিনী : সাম্প্রদায়িক সংঘাতের পর শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তাই দেশটিতে অন্যকোনও দেশের সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলেও জানানো হয়। ইয়ন, পিটিআই

বুধবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু বলেন, ‘আর কোনও সংঘাতের ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত সাম্প্রদায়িক হামলায় অংশ নেওয়ার অভিযোগে অন্তত ১শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে।’

শ্রীলঙ্কায় গত কয়েকদিন ধরে চলমান মুসলিম-বিরোধী দাঙ্গায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, দেশটির মুসলিম সংখালঘুদের বাড়িঘর, বাণিজ্য প্রতিষ্ঠান ও মসজিদে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটে। ইস্টার সানডের অনুষ্ঠানে তিনটি গির্জা ও তিন অভিজাত হোটেলে নারীসহ ৯জন আত্মঘাতী সিরিজ হামলা চালিয়ে ২৫৮ জনকে হত্যা ৫শ’ জনকে গুরুতর আহত করে। এই ঘটনার প্রেক্ষিতে দেশটিতে নতুন করে মুসলিম-বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

এদিকে, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী মঙ্গালা সমরায়িরা বলেন, ‘শ্রীলঙ্কার যুক্তরাষ্ট্রসহ অন্য কোনও দেশের সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে না। ইস্টার সানডের সন্ত্রাসী হামলার পর আমরা শুধুমাত্র বিদেশি গোয়েন্দাদের সাহায্য নিয়েছি। কেননা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউরোপ ও অস্ট্রেলিয়ার গোয়েন্দাবাহিনীর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তবে, নিরাপত্তা বাহিনী প্রধান এটি নিশ্চিত করেছেন যে, দেশে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসছে।’

তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুলে পাঠানো এবং আমাদের জীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা উচিৎ। আর কেবল শ্রীলঙ্কা নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ফ্রান্স ও জার্মাানিও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়