শিরোনাম
◈ মুশফিক–লিটনের সেঞ্চুরি ঝড়ে ৪৭৬ রান: রেকর্ড ভরা ব্যাটিং দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ◈ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে গণতন্ত্রের কবর থেকে ফিরে এসেছে দেশ: অ্যাটর্নি জেনারেল ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ কোটি টাকার গাড়ি নিয়ে চম্পট দিলেন কথিত ক্রেতা

মৌরী সিদ্দিকা : গাড়িটি কেনার কথা বলে মালিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। সাক্ষাতের পর প্রায় ১৯ কোটি টাকা মূল্যের ফেরারি গাড়িটি চালাতে চাইলেন। আর পরীক্ষামূলকভাবে চালানোর নাম করে দুর্লভ গাড়িটি নিয়ে চম্পটই দিলেন ওই ব্যক্তি। অভিনব এমন চুরির ঘটনা ঘটেছে জার্মানির ডুসেলডর্ফ শহরে। কোনো ধরনের চিহ্ন রেখে না যাওয়া ওই চোরকে এখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ। - ডয়েচে ভেলে

১৯৮৫ সালের মডেলের দুর্লভ ওই ফেরারি গাড়িটি এক সময় ব্রিটিশ রেস ড্রাইভার এডি ইরভিনের মালিকানায় ছিল। গাড়িটির বর্তমান মূল্য ২ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা।

বিজ্ঞাপন দেখে ওই গাড়িটি কেনার ‘আগ্রহ' প্রকাশ করে সেই ব্যক্তি। এরপর মালিকের সঙ্গে দেখার করে পরীক্ষামূলকভাবে চালাতে চান তিনি।
গাড়ি পরখ করে তিনি যখন চালকের আসন ঠিক করছিলেন, তখন বাইরেই দাঁড়ানো ছিলেন মালিক। এক পর্যায়ে হুট করে গাড়ি চালিয়ে উধাও হয়ে যায় সেই লোক। হতভম্ভ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না গাড়ির মালিকের।

এখন পর্যন্ত গাড়ি কিংবা চোরের কোনো হদিস পায়নি পুলিশ। কারণ, গাড়ি নিয়ে পালানোর সময় কোনো চিহ্ন পর্যন্ত রেখে যায়নি ওই ব্যক্তি। শুধু প্রথম সাক্ষাতে মালিকের সঙ্গে তোলা তার একটি ছবি নিয়েই চলছে সন্ধান।

‘ফেরারি ৩০৮ জিটিএস’ মডেলের গাড়িটি দেখতে আশির দশকের টিভি ধারাবাহিক ম্যাগনাম পিআই-এ প্রাইভেট ইনভেস্টিগেটর থমাস ম্যাগনামের ব্যবহৃত গাড়ির মতো। এছাড়া অন্য কয়েকটি টিভি সিরিজেও সেরকম গাড়ি ব্যবহার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়