শিরোনাম
◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা  ◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে সরাসরি সম্প্রচার নিয়ন্ত্রণে কঠোরতা আসছে

সাজিয়া আক্তার : গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ হামলা ও তা সরাসরি ফেসবুকে সম্প্রচারের ঘটনার পর ফেসবুকের লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার সেবা নিয়ন্ত্রণ করতে আইন কঠোর করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চ্যানেল আই

আগামী সপ্তাহের মধ্যে ফেসবুক পর্যবেক্ষণ করে অন্যান্য এলাকায় সীমাবদ্ধতা প্রসারিত করার পরিকল্পনা করা হচ্ছে। যে লোকদের ফেসবুকে বিজ্ঞাপন তৈরি হয় তাদের অ্যাকাউন্ট প্রথমে নিয়ন্ত্রণ করা হবে বলে জানায় ফেসবুক।

ফেসবুক জানিয়েছে, অনলাইন সহিংসতা বন্ধের লক্ষ্যে বিশ্ব নেতাদের সাথে বৈঠক করে ফেসবুক কর্তৃপক্ষ।

সেখানে আলোচনার মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে আইন কঠোর করা হবে বলে জানানো হয়।

ফেসবুক থেকে সিদ্ধান্ত নিয়েছে প্রথম অবস্থায় লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকবে, এবং ব্যবহারকারীরা যদি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গিয়ে লাইভ সম্প্রচার করতে যায় তার লাইভ তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা হবে।
ঠিক কতদিন এই নীতি চলবে এবং এই নিয়ন্ত্রণের স্থগিতাদেশ সম্পর্কে কোন সুনির্দিষ্ট কিছু জানায়নি ফেসবুক। তবে যে নিউজিল্যান্ডের হামলা চালিয়েছে সে তার নতুন অ্যাকাউন্টে দিয়ে লাইভ স্ট্রিমিং করার সুযোগ থাকবে না।

অন্যদিকে, তিনটি বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক তহবিলের মাধ্যম লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে হামলা চালানোর বিষয়টি সনাক্ত করার কৌশল নিয়ে গবেষণার ব্যবস্থা করা হবে। সম্পাদনা : এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়