শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিসংখ্যানে দেশের থেকেও বিদেশেই ভালো খেলেন তামিম

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে লাল সবুজের জার্সিতে ক্যারিয়ারে আন্তর্জতিক একদিনের ম্যাচে ১৯১টি ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। দেশশেরা এই ওপেনার দেশের মাটিতে ৯৫টি ও বিদেশের মাটিতে ৯৬টি ম্যাচ খেলেছেন। পরিসংখ্যান কাছাকাছি হলেও বিদেশের মাটিতেই বেশি ভাল খেলেন তামিম। এমনটাই দেখা যায় তার ক্যারিয়ারের দিকে লক্ষ্য করলে। ওয়ানডে ক্যারিয়ারে তামিমের মোট সেঞ্চুরি ১১টি। যার মধ্যে ৬টি এসেছে বিদেশের মাটিতে। আর বাকি ৫টি এসেছে ঘরের মাঠে।

ক্যারিয়ারে মোট ৪৫টি অর্ধশতক হাঁকিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। আর এর মধ্যে দেশের মাটিতে ২৩টি এবং বিদেশের মাটিতে আছে ২২টি। তবে দেশের মাটিতে ১১ ম্যাচে শূণ্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম। যেখানে বিদেশের মাটিতে তা মাত্র ৬বার।

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম ইকবাল। ৬৫৬১ রান নিয়ে তালিকায় সবার উপরে অবস্থান তার। আর এই ক্ষেত্রেই দেশের থেকে বিদেশের মাটিতেই এগিয়ে তার পরিসংখ্যান। দেশের মাটিতে ৩৬.৬৩ গড়ে তামিমের মোট সংগ্রহ ৩২৬০ রান। সেখানে বিদেশের মাটিরে ৩৩০১ রান সংগ্রহকারী তামিমের গড় ৩৫.৮৮।

তামিমের সর্বোচ্চ তিন স্কোর যথাক্রমে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪, পাকিস্তানের বিপক্ষে ১৩২ এবং উইন্ডিজের বিপক্ষে ১৩০। আর এর মধ্যে দুটি ইনিংসই বিদেশের মাটিতে। জিম্বাবুয়ের বিপক্ষে কুইন্স স্পোর্টস ক্লাবে ২০০৯ সালে ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৪ রান করেন তিনি। আর উইন্ডিজদের বিপক্ষে প্রভিডেন্স স্টেডিয়ামে ২০১৮ সালে করেন নিজের তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ১৩০ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়