শিরোনাম
◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিসংখ্যানে দেশের থেকেও বিদেশেই ভালো খেলেন তামিম

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে লাল সবুজের জার্সিতে ক্যারিয়ারে আন্তর্জতিক একদিনের ম্যাচে ১৯১টি ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। দেশশেরা এই ওপেনার দেশের মাটিতে ৯৫টি ও বিদেশের মাটিতে ৯৬টি ম্যাচ খেলেছেন। পরিসংখ্যান কাছাকাছি হলেও বিদেশের মাটিতেই বেশি ভাল খেলেন তামিম। এমনটাই দেখা যায় তার ক্যারিয়ারের দিকে লক্ষ্য করলে। ওয়ানডে ক্যারিয়ারে তামিমের মোট সেঞ্চুরি ১১টি। যার মধ্যে ৬টি এসেছে বিদেশের মাটিতে। আর বাকি ৫টি এসেছে ঘরের মাঠে।

ক্যারিয়ারে মোট ৪৫টি অর্ধশতক হাঁকিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। আর এর মধ্যে দেশের মাটিতে ২৩টি এবং বিদেশের মাটিতে আছে ২২টি। তবে দেশের মাটিতে ১১ ম্যাচে শূণ্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম। যেখানে বিদেশের মাটিতে তা মাত্র ৬বার।

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম ইকবাল। ৬৫৬১ রান নিয়ে তালিকায় সবার উপরে অবস্থান তার। আর এই ক্ষেত্রেই দেশের থেকে বিদেশের মাটিতেই এগিয়ে তার পরিসংখ্যান। দেশের মাটিতে ৩৬.৬৩ গড়ে তামিমের মোট সংগ্রহ ৩২৬০ রান। সেখানে বিদেশের মাটিরে ৩৩০১ রান সংগ্রহকারী তামিমের গড় ৩৫.৮৮।

তামিমের সর্বোচ্চ তিন স্কোর যথাক্রমে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪, পাকিস্তানের বিপক্ষে ১৩২ এবং উইন্ডিজের বিপক্ষে ১৩০। আর এর মধ্যে দুটি ইনিংসই বিদেশের মাটিতে। জিম্বাবুয়ের বিপক্ষে কুইন্স স্পোর্টস ক্লাবে ২০০৯ সালে ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৪ রান করেন তিনি। আর উইন্ডিজদের বিপক্ষে প্রভিডেন্স স্টেডিয়ামে ২০১৮ সালে করেন নিজের তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ১৩০ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়