কৃষকের অধিকার আদায়ে ঢাবিতে মানববন্ধন
মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি: ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ এই শিরোনামে ধানসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন তাদের দাবিগুলো উত্থাপন করেন। তিনি বলেন, ‘ধানসহ সকল কৃষিপণ্যের খরচ অনুযায়ী ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষিতে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি ক্ষতিপূরণ দিতে হবে। কৃষিতে সুনির্দিষ্টভাবে বিভিন্ন খাতে ভর্তুকি বাড়িয়ে স্বল্পমূল্যে উন্নতমানের বীজ সার ও সেঁচের ব্যবস্থা করতে হবে। হয়রানি এবং ঝামেলামুক্ত করে সহজ শর্তে কৃষিঋণ প্রদাণ করতে হবে।’