শিরোনাম
◈ ১৫৬ উপজেলায় ভোট আজ ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় অমিত শাহ্ এর পথযাত্রায় সংঘর্ষ

আসিফুজ্জামান পৃথিল : কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের বিশাল পথযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এসময় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে, আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু গাড়িতে। এসময় ঐতিহ্যবাহী কলকাতা বিশ^বিদ্যালয়েও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এনডিটিভি, আনন্দবাজার।

সন্ধ্যার পর শুরু হয় বড় ধরণের সংঘাত। সংঘর্ষ ঠেকাতে একসময় লাঠিচার্চে বাধ্য হয় কলকাতা পুলিশ। পুলিশ জানায় কয়েকজন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। উত্তর কলকাতার বিদ্যাসাগর কলেজের সামনে মিছিল পৌঁছালে কয়েকজন ছাত্র কলেজের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে ‘অমিত শাহ্ ফিরে যাও’, শ্লোগান দিতে থাকে।

তাদের লক্ষ্য করে বিজেপি কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। কলেজের ভেতর থেকেও ইট ছোঁড়া হয়। এসময় কলেজের ভেতর পার্ক করে রাখা মটরসাইকেলে কেউ আগুন লাগিয়ে দিলে শুরু হয় সংঘাত। এসময় ইশ^রচন্দ্র বিদ্যাসাগরের একটি ভাস্কর্য ভাঙচুর করে বিজেপি কর্মীরা। তৃণমূল সরকার এই ঘটনার পরপরই যাদবপুরে অমিত শাহ্র বুধবারের সমাবেশ নিষিদ্ধ করেছে।

বিদ্যাসাগর কলেজে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে এই হামলা চালিয়েছে বিজেপি। বিদ্যাসাগর কলেজে গিয়ে ছাত্রছাত্রী ও অধ্যাপকদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন তিনি। বিদ্যাসাগর কলেজে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বিদ্যাসাগরের এই অপমানের জবাব দেবে বাংলার মানুষ। বাংলাকে শ্মশানে পরিণত করতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গের শিক্ষক এবং ছাত্রসমাজ এই গুন্ডামির জবাব দেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়