শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদে হামলার পর শ্রীলংকায় ফেসবুকসহ কয়েকটি সামাজিক মাধ্যম বন্ধ ঘোষণা

সুস্মিাতা সিকদার : রোববার (১২ মে) চিলওয়া শহরে কয়েকজন দুর্বৃত্ত মসজিদে এবং মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে পাথর ছোড়ে এবং এক ব্যক্তিকে মারধর করে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। এই ঘটনার পর সোমবার শ্রীলংকা সরকার সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটআপ, ম্যাসেজিং অ্যাপ ইত্যাদি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রয়টার্স, ইয়ন

এ ঘটনার পর পুলিশ একটি গ্রুপকে আটক করে এবং রোববার রাত থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় লোকজন আটক ব্যক্তিদের ছেড়ে দেয়ার দাবি জানাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবুল হামিদ হাসমার (৩৮) নামে এক ব্যক্তি ফেসবুকে একটি পোষ্ট দেয়। ওই পোষ্টে লেখা হয় ‘একদিন তুমিও কাঁদবে’। এই ধরণের উস্কানিমূলক পোষ্ট সহিংসতা ছড়াতে সাহায্য করে। এ ব্যাপারে তথ্য বিভাগের মহাপরিচালক গণমাধ্যমকে জানান, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই সামাজিক মাধ্যমগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্রীলংকার মুসলিম কাউন্সিল জানিয়েছে, শ্রীলংকায় ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলার পর তাদের বেশ কয়েকটি মসজিদ এবং ঘরবাড়িতে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবে, এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোন ক্ষয়ক্ষতি এবং গ্রেপ্তারের ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

শ্রীলংকার একটি নেতৃস্থানীয় মোবাইল কোম্পানি টুইট বার্তায় জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভাইবার, ইমো, স্নাপচ্যাট, ইনস্টাগ্রাম এবং ইউটিউব বন্ধ রাখা হবে।

গত সপ্তাহে শ্রীলংকার নিগোম্বো এলাকায় মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সহিংস ঘটনা ঘটে। তখনও সরকার সামাজিক মাধ্যম বন্ধ ঘোষণা করেছিলো।

২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিনে গির্জা ও হোটেলে ৯টি আত্মঘাতি হামলায় ২৫৩ জন নিহত ও কয়েক’শ আহত হওয়ার পর অনেক এলাকায় লোকজনকে হেনস্থা-হয়রানির অভিযোগ এসেছে বলে মুলমি গোষ্ঠীগুলো জাানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়