শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদে হামলার পর শ্রীলংকায় ফেসবুকসহ কয়েকটি সামাজিক মাধ্যম বন্ধ ঘোষণা

সুস্মিাতা সিকদার : রোববার (১২ মে) চিলওয়া শহরে কয়েকজন দুর্বৃত্ত মসজিদে এবং মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে পাথর ছোড়ে এবং এক ব্যক্তিকে মারধর করে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। এই ঘটনার পর সোমবার শ্রীলংকা সরকার সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটআপ, ম্যাসেজিং অ্যাপ ইত্যাদি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রয়টার্স, ইয়ন

এ ঘটনার পর পুলিশ একটি গ্রুপকে আটক করে এবং রোববার রাত থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় লোকজন আটক ব্যক্তিদের ছেড়ে দেয়ার দাবি জানাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবুল হামিদ হাসমার (৩৮) নামে এক ব্যক্তি ফেসবুকে একটি পোষ্ট দেয়। ওই পোষ্টে লেখা হয় ‘একদিন তুমিও কাঁদবে’। এই ধরণের উস্কানিমূলক পোষ্ট সহিংসতা ছড়াতে সাহায্য করে। এ ব্যাপারে তথ্য বিভাগের মহাপরিচালক গণমাধ্যমকে জানান, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই সামাজিক মাধ্যমগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্রীলংকার মুসলিম কাউন্সিল জানিয়েছে, শ্রীলংকায় ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলার পর তাদের বেশ কয়েকটি মসজিদ এবং ঘরবাড়িতে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবে, এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোন ক্ষয়ক্ষতি এবং গ্রেপ্তারের ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

শ্রীলংকার একটি নেতৃস্থানীয় মোবাইল কোম্পানি টুইট বার্তায় জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভাইবার, ইমো, স্নাপচ্যাট, ইনস্টাগ্রাম এবং ইউটিউব বন্ধ রাখা হবে।

গত সপ্তাহে শ্রীলংকার নিগোম্বো এলাকায় মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সহিংস ঘটনা ঘটে। তখনও সরকার সামাজিক মাধ্যম বন্ধ ঘোষণা করেছিলো।

২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিনে গির্জা ও হোটেলে ৯টি আত্মঘাতি হামলায় ২৫৩ জন নিহত ও কয়েক’শ আহত হওয়ার পর অনেক এলাকায় লোকজনকে হেনস্থা-হয়রানির অভিযোগ এসেছে বলে মুলমি গোষ্ঠীগুলো জাানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়