শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৬:১৩ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিনের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আরো কমিয়ে এসেছে

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি বাংলাদেশ জাতীয় দলের স্পিড মাস্টার তাসকিন আহম্মেদ। ত্রিদেশীয় সিরিজের ভালো করলে জায়গা পাওয়ার সম্ভাবনা থাকলেও সেটি এখন ক্ষীণ হয়ে এসেছে, কারণ রোববার বিসিবির এলিট ক্যাম্পের ৩০ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই ফাস্ট বোলারকে। এই স্কোয়াডে রাখা হয়েছে ত্রিদেশীয় সিরিজের দলে সুযোগ পাওয়া ফরহাদ রেজাকেও।

ঘরের মাঠে আফগানিস্তান ‘এ’ দলের আসন্ন সিরিজের প্রস্তুতি হিসেবে বিশেষ ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমার নিয়েই স্কোয়াড সাজিয়েছে নির্বাচকরা। মিরপুরে ১২ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে বিসিবি এলিট ক্যাম্প।

আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার তাসকিন ও ফরহাদ রেজার দেশে ফিরে ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে। গত শনিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে তাসকিনকে রাখার ইঙ্গিত দিয়েছিলেন। তবে আবু জায়েদ রাহিকে যথেষ্ট সুযোগ না দিয়ে বাদ দেয়াও আদর্শ নয়, মানছেন তিনি।

এদিকে প্রধান কোচ স্টিভ রোডস ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তাসকিনকে দলে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন। তবে বিসিবির এলিট স্কোয়াডের পরিকল্পনা বাস্তবায়ন হলে ধরে নেয়া যায়, তাসকিনের বিশ্বকাপ খেলা হচ্ছে না।

এই বিষয়ে নির্বাচক হাবিবুল বাশারকে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেন নি। তবে বিশেষ ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘সামনে বাংলাদেশ ‘এ’ দলের বেশ কিছু সফর আছে। এই ক্যাম্প তাদেরকে সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে।’

কোচ মিজানুর রহমান বাবু এই ক্যাম্পের তত্ত্বাবধানে আছেন। ক্যাম্প প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘২৪ জনকে নিয়ে একটি ক্যাম্প হচ্ছে। বিশ্বকাপে যদি কারো ইনজুরি হয়, তখন যাতে এখান থেকে একজন ব্যাকআপ হিসেবে যেতে পারে। ভবিষ্যতে ‘এ’ দল হতে পারে, সেখানে এখান থেকে খেলোয়াড় যেতে পারে। আসলে যারা প্রিমিয়ার লিগে ভালো খেলেছে, এই দলটি তাদের নিয়েই গড়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়